কলকাতা, 9 মে: স্কুলের প্রতিষ্ঠা দিবস ৷ তাই শত ব্যস্ততা কাটিয়েও স্কুলে আসতে হবে । এই ইচ্ছা নিয়েই আবাল বৃদ্ধবনিতার ভিড় দেখা গেল বেথুন কলেজিয়েট স্কুলে । নারী শিক্ষার প্রথম নির্দশন বেথুন স্কুলের 175 বছর পূর্ণ হল 7 মে । তাই সেদিন বয়সকে তোয়াক্কা না-করে অসুস্থতাকে পিছনে ফেলে বহু ছাত্রী থেকে শিক্ষিকা এসেছেন শুধুমাত্র স্কুলের টানে । আর স্কুলে পা-রেখেই সকলের মনে পড়ছে পুরোনো সেই দিনের কথা । কেউ দেখেছে স্কুলের 100 বছর আবার কেউ 150 । তবে বছর ঘুরলেও স্কুলের কোনও পরিবর্তন হয়নি বলেই জানাচ্ছেন প্রাক্তনীরা ।
1960 সালে ওই স্কুল থেকেই পাশ করেছেন কৃষ্ণা চক্রবর্তী । আজ তাঁর বয়স প্রায় 81 । শারীরিক অসুস্থতাকে পিছনে ফেলে তিনি পৌঁছেছেন নিজের স্কুলবাড়িতে । তিনি জানান, কিছু ক্লাসরুম ছাড়া বড় আর কোনও বদল নেই স্কুলের । একটা লাইব্রেরি ছিল হল ঘরে, তা এখন অন্য জায়গায় । তাঁদের সময় একজন পুরুষ শিক্ষক ছিলেন বলে তিনি জানান । কৃষ্ণা চক্রবর্তী বলেন, "শিক্ষিকারা সবাই আমাদের শাস্তি দিতেন ৷ কিন্তু গায়ে হাত দেননি কোনওদিন ।" এই বয়সে এসেও নিজের স্কুল ও স্কুলবাড়িকে নিয়ে একটি গানও লিখেছেন তিনি । সেই গানও শোনালেন ইটিভি ভারতকে । তার কিছু বছর পর অতএব 1967 সালে ওই স্কুল থেকেই পাশ করেছেন পার্বতী ভট্টাচার্য । স্কুলের 150 বছরে তিনি ছিলেন স্কুলে । তাঁরও গলায় একই সুর । স্কুল বাড়ির পরিবর্তন হয়নি বলে তিনি জানান ।