কলকাতা, 14 অগস্ট: 2022 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে একটি বোর্ড লাগানো হয়েছিল ৷ সেখানে কর্তৃপক্ষের তরফে লেখা হয়েছিল- "বিনা অনুমতিতে বা উপযুক্ত কারণ ছাড়া বহিরাগতদের প্রবেশ কঠোর ভাবে নিষিদ্ধ ৷" তবে, পড়ুয়াদের একাংশের আপত্তিতে সেই বোর্ড খুলে নিতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ ৷ আজ প্রায় এক বছর পর যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রধান আবাসনের আবাসিকের রহস্যমৃত্যুর পর ক্যাম্পাস এবং হস্টেলে বহিরাগতদের প্রবেশ নিয়ে প্রশ্ন উঠছে ৷ একাধিক অসামাজিক কাজকর্মের আঁতুড়ঘর বলে চিহ্নিত করছে সমাজের একাংশ ৷
তবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্র-মৃত্যুর ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করছেন প্রতিষ্ঠিত প্রাক্তনীদের একাংশ ৷ তবে, এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানকে অপসংস্কৃতির আঁতুড়ঘর হিসেবে দেগে দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন সেই সকল প্রাক্তনী ৷
এ নিয়ে সিপিআইএম-এর রাজ্য কমিটির সদস্য তথা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুজন চক্রবর্তী বলেন, "আমরা যখন যাদবপুরে পড়াশোনা করেছি, তখন যাদবপুরে 'র্যাগিং' ছিল না বললেই চলে, কিংবা খুবই সামান্য ৷ যখনই খবর পেয়েছি তখনই আমরা তাঁর প্রতিবাদ করেছি ৷ তা কালক্রমে বন্ধও হয়ে যায় ৷ আমাদের সময় যাদবপুর কেন, যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা বড় একটা ঘটতো না ৷"
তিনি আরও বলেন, "এই বিশ্ববিদ্যালয় আমাদের কাছে একটা গর্বের জায়গা ৷ তবে, তার এই ঐতিহ্যকে ম্লান করার চেষ্টা অনেক সময় করা হয়েছে ৷ এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান এবং ঐতিহ্য বজায় রাখা আমাদের সবার দায়িত্ব বলে মনে করি ৷ তবে, সাম্প্রতিক যে ঘটনাটি ঘটে গেল, তা অত্যন্ত দুর্ভাগ্যের ৷ একটা পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেল কিছু অসভ্য অপরাধীদের জন্য ৷ তাঁরা ক্যাম্পাস ও হস্টেলে দাপিয়ে বেড়াবে সেটা, কখনও চলতে পারে না ৷ গভীরে গিয়ে তদন্ত করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এ নিয়ে কোন সন্দেহ নেই ৷"
আরও পড়ুন:'ছুটিতে ছিলাম, ফোন বন্ধ ছিল'; যাদবপুরকাণ্ডের চারদিন পর বিশ্ববিদ্যালয়ে এসে মন্তব্য রেজিস্ট্রারের
তবে, এর জন্য বিশ্ববিদ্যালয়কে দায়ী করা এবং সমগ্র ছাত্রসমাজকে দেগে দেওয়াটা ভয়ংকর খারাপ বলে মনে করেন সিপিআইএম নেতা ৷ তাঁর মতে, ব়্যাগিং যাঁরা করছেন, তাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করছেন ৷ আবার অনেকে বাম বা এসএফআই বলে একটা মিথ্যার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন সুজন ৷ তিনি জানান, একসময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরাজনৈতিক মনোভাব থেকে 'উই দ্য ইন্ডিপেন্ডেন্স' তৈরি হয়েছিল ৷