কলকাতা, 1 এপ্রিল : সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা । গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই-এর আঞ্চলিক অধিকর্তাকে বৃহস্পতিবারই, অর্থাৎ গতকালই রাত বারোটার মধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন । আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে সেই মামলার শুনানি ৷ পাশাপাশি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে বেলা 12টায় এসএসসি উপদেষ্টার মামলার শুনানি (Former SSC Advisor appeals in Justice Soumen Sen Division Bench on SSC Group D Recruitment) ।
SSC Group D Recruitment Case : সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ এসএসসির প্রাক্তন উপদেষ্টার
গতকাল এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে জেরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ রাতে নিজাম প্যালেসে সিবিআই দফতরে যান প্রাক্তন উপদেষ্টা ৷ আজ বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করে মামলা করলেন তিনি (SSC Group D Recruitment Case) ৷
সূত্রে মারফত খবর, আদালতের নির্দেশের পর বৃহস্পতিবার রাতেই সিবিআই-এর একটি দল সার্ভে পার্ক থানা এলাকায় এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে হাজির হয় (CBI raids SSC Advisor house) । গ্রুপ ডি-তে কর্মী নিয়োগে দুর্নীতির তদন্তে তাঁকে জেরার করার জন্য যান সিবিআই আধিকারিকরা ৷ যদিও তাঁকে বাড়িতে পাওয়া যায়নি ৷ পরে তিনি নিজেই আইনজীবীকে সঙ্গে নিয়ে নিজাম প্যালেসে যান ৷ সেখানে রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷
আরও পড়ুন : SSC Group D Recruitment Case : হাইকোর্টের নির্দেশে রাতেই এসএসসির প্রাক্তন উপদেষ্টার বাড়িতে সিবিআই