বালাসোর দুর্ঘটনা নিয়ে দীনেশের নিশানায় মমতা নৈনিতাল (উত্তরাখণ্ড), 6 জুন: ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পালটা সরব হলেন প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী ৷ তাঁর কথায়, ‘‘যদি মমতা বলেন যে ডাল মে কুছ কালা হ্যায়, তাহলে বলব কালো চশমা পরলে তো সব কিছু কালো দেখাবে ৷’’
লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ থাকাকালীনই রেলমন্ত্রী হয়েছিলেন দীনেশ ৷ 2012 সালের রেল বাজেটে ভাড়া বৃদ্ধির জেরে তাঁকে ওই পদ থেকে সরতে হয় ৷ 2019 সালের লোকসভা ভোটে তিনি হেরে যান ৷ পরে তৃণমূল তাঁকে রাজ্যসভার সদস্য করে ৷ 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে দীনেশ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ উত্তরাখণ্ডের নৈনিতাল থেকে বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী তাঁর প্রাক্তন দলনেত্রীর উদ্দেশ্যে বলেছেন, ‘‘দেশের সুরক্ষার বিষয়, এখন রাজনীতি করবেন না ৷’’
আরও পড়ুন:ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা কত ? রেলের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ মমতার
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে ৷ সেই দুর্ঘটনায় এখনও প্রায় পর্যন্ত 270 জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে ৷ আহতের সংখ্যা প্রায় হাজারখানেক ৷ এই নিয়ে গত শনিবার থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ যদিও অন্তর্ঘাতের তত্ত্ব খাড়া করে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে রেলের তরফে ৷ এই পরিস্থিতিতেও এই দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর থামছে না ৷ এই প্রসঙ্গেই দীনেশ ত্রিবেদী তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷
প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সিনিয়র রাজনৈতিক নেত্রী ৷ তিনি বাংলার মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কী বলতে পারি ! শুধু এটুকু বলতে পারি যে যখন দেশের সুরক্ষার প্রশ্ন আসে ওই সময় সম্ভবত রাজনীতি করা উচিত নয় ৷ রাজনীতির জন্য অনেক পাওয়া যাবে, অনেক সময় পাওয়া যাবে ৷ আর এই দেশ অনেক বড়, বিষয় অনেক পাওয়া যেতে পারে ৷ কিন্তু যখন দেশের সুরক্ষার বিষয় রয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্য়ায় হোক, বা অন্য কেউ হোক, এই সময় যদি আপনি চিতা নিয়ে রাজনীতি করেন, সেটা উচিত নয় ৷’’
বালাসোর দুর্ঘটনা নিয়ে দীনেশের নিশানায় মমতা এর পর তিনি অন্তর্ঘাতের প্রসঙ্গ তুলেছেন ৷ বলেছেন, ‘‘আজ যখন রেলের আধিকারিকরা বলছেন, ‘আমারা জানতে পেরেছি এই দুর্ঘটনা কীভাবে হল এবং কেন হল ৷ আর এটা অপরাধের দিকে ইঙ্গিত করছে ৷’ তাহলে ব্যাপারটা বুঝুন, যতক্ষণ না পুরো রিপোর্ট না আসছে, তাঁরা বলবেন না, এটাই হওয়া উচিত ৷ কিন্তু ইঙ্গিত কোন দিকে ! ইশারা এই দিকে যে দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হয়তো করা হচ্ছিল ৷ যারা এই ষড়যন্ত্র করেছে, তাদের হয়তো আরও লোককে মারার পরিকল্পনা ছিল ৷’’
বালাসোর দুর্ঘটনা নিয়ে দীনেশের নিশানায় মমতা একই সঙ্গে এই বিষয়ে তাঁর আরও বক্তব্য, ‘‘কিন্তু বিপর্যয় মোকাবিলা দফতর, রেল, ওড়িশার মুখ্যমন্ত্রী, সবাই মিলে পুরো সহযোগিতা করেছেন ৷ যাঁরা মারা গিয়েছেন, তাঁদের তো ফিরিয়ে আনা সম্ভব নয় ৷ আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, ‘যেই দোষী হোক, তাকে ছেড়ে দেওয়া হবে না ৷’ এর অর্থ এটাই, কোথাও না কোথাও অন্তর্ঘাতের দিকে ইশারা করা হচ্ছে ৷ যদি মমতা বলেন যে ডাল মে কুছ কালা হ্যায়, তাহলে বলব কালো চশমা পরলে তো সব কিছু কালো দেখাবে ৷ দেশের সুরক্ষার বিষয়, এখন রাজনীতি করবেন না ৷’’
বালাসোর দুর্ঘটনা নিয়ে দীনেশের নিশানায় মমতা এই নিয়ে তৃণমূলের তরফে কোনও বক্তব্য পাওয়া না গেলেও কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই নিয়ে নাম না করে দীনেশ ত্রিবেদীর সমালোচনা করেছেন ৷ সোমবার রাতে এই নিয়ে টুইট করেন জয়রাম রমেশ ৷ সেখানে তিনি লেখেন, ‘‘একজন প্রাক্তন রেলমন্ত্রী, যিনি 7 মাস ধরে দায়িত্বে ছিলেন এবং পরে বিজেপিতে চলে যান, তিনি ভয়ঙ্কর ওড়িশার দুর্ঘটনা সম্পর্কে ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরছেন । তিনি মরিয়া হয়ে বিজেপি নেতৃত্বকে বোঝাতে চেষ্টা করছেন, যাতে তিনি তার লুটিয়েন্স দিল্লির বাংলো রাখতে পারেন, যা তিনি 18 মাস আগে সাংসদ পদ থেকে পদত্যাগের পরেও খালি করেননি । করুণ পরিস্থিতি !’’
জয়রামের টুইটটি পরে রিটুইট করেন তৃণমূল নেতা সাকেত গোখলে ৷ তিনি লেখেন, ‘‘একদম ঠিক বলেছেন জয়রাম রমেশ৷ ঘটনাচক্রে, বিজেপি এই প্রাক্তন রেলমন্ত্রীকে ‘সংসদীয় গ্রন্থাগারের ডিজিটালাইজেশন’ কমিটিতে নিয়োগ করে একটি লুটিয়েন্স বাংলো দখল করার অনুমতি দিয়েছে । এই কমিটিতে কতজন আছেন ? একজন - শুধুমাত্র এই মানুষটি নিজেই ৷’’
তাঁর অভিযোগ, এই বাংলোগুলো রয়েছে শুধুমাত্র সাংসদদের সেবা করার জন্য । কিন্তু লোকসভা ও রাজ্যসভার সচিবালয়ের একটি আরটিআই প্রতিক্রিয়া তাঁকে জানিয়েছে যে বিজেপি তাদের নেতৃত্বের তোষামদ করানোর জন্য ওই বাংলোগুলি দেওয়া হয় ৷ অনেক সময় সাংসদদের অতিথিদের থাকার জন্য বিজেপি কর্মীদের ওই বাংলো দেওয়া হয় ৷
আরও পড়ুন:রেল বিপর্যয়ের তদন্তে সম্ভবত আজই দিল্লি থেকে বালাসোরে সিবিআই তদন্তকারীরা