পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রয়াত প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত - former left MP Gurudas Dasgupta passes away

মারা গেলেন প্রাক্তন বাম সাংসদ গুরুদাস দাশগুপ্ত ৷ নিজের বাড়িতেই আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ তাঁর মৃত্যুতে দুঃখপ্রকাশ করে রাজনৈতিক মহল ৷

গুরুদাস দাশগুপ্ত

By

Published : Oct 31, 2019, 7:53 AM IST

Updated : Oct 31, 2019, 10:54 PM IST

কলকাতা, 31 অক্টোবর : প্রয়াত হলেন প্রাক্তন বাম সাংসদ গুরুদাস দাশগুপ্ত ৷ বয়স হয়েছিল 83 বছর ৷ হার্ট ও কিডনির সমস্যায় ভুগছিলেন অনেকদিন ধরে ৷ আজ ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ আগামী কাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

পশ্চিমবঙ্গের CPI সেক্রেটারি স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ সকাল ছ'টা নাগাদ কলকাতায় নিজের বাড়িতে মারা যান গুরুদাস দাশগুপ্ত ৷ শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে নিজের পদ থেকেও সরে গিয়েছিলেন ৷"

গুরুদাস দাশগুপ্ত 1936 সালের 3 নভেম্বর জন্মগ্রহণ করেন ৷ এই CPI নেতা 1985 সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন ৷ 2001 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (AITUC) সাধারণ সম্পাদক নির্বাচিত হন ৷ 2004 সালে লোকসভা নির্বাচনে পাঁশকুড়া থেকে জয়ী হন ৷ 2009 সালে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন ৷

গুরুদাস দাশগুপ্তর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি টুইট করেন, "CPI নেতা গুরুদাস দাশগুপ্তর মৃত্যুতে দুঃখিত । সংসদ সদস্য ও ট্রেড ইউনিয়ন নেতা হিসাবে তাঁর অবদানের জন্য তাঁকে সবাই মনে রাখবে । তার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই ।"

তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ৷ তিনি টুইট করেন, "গুরুদাস দাশগুপ্তর মৃত্যু দেশের জন্য একটা বড় ক্ষতি ৷"

কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি বলেন, "গুরুদাস দাশগুপ্ত আজ আর নেই, ভাবতেই পারছি না ৷ একজন প্রকৃত শ্রমিক নেতা, গরিব মানুষের নেতা ছিলেন ৷ আমি শোকাহত ৷ একজন মানুষের মতো মানুষকে হারালাম ৷"

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, "ট্রেড ইউনিয়ন আন্দোলনের অবিসংবাদিত নেতা গুরুদাস দাশগুপ্তর মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ৷ তাঁর মৃত্যুতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের অপূরণীয় ক্ষতি হল । প্রয়াত গুরুদাস দাশগুপ্তের রাজনৈতিক সততা, আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকবে । আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।"

Last Updated : Oct 31, 2019, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details