কলকাতা, 9 জানুয়ারি:বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল তুষার তালুকদার। বয়স হয়েছিল 85 বছর ৷ মঙ্গলবার দুপুর 12টা 52মিনিটে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দুপুরে তুষার তালুকদারের মৃত্যুর খবর আসতেই শোকাচ্ছন্ন কলকাতা পুলিশ-সহ লালবাজার।
এদিন তাঁর মৃত্যুর খবর আসার পর ধীরে ধীরে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে পৌঁছতে শুরু করেন কলকাতা পুলিশের একাধিক পুলিশ আধিকারিকরা। 1992 থেকে 96 সাল পর্যন্ত কলকাতা পুলিশের নগরপালের দায়িত্ব সামলে এসেছেন কলকাতার এই প্রাক্তন নগরপাল। আইপিএস মহলে একাংশের দাবি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন তুষারবাবু। এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "আমরা যখন সদ্য আইপিএস আধিকারিক হয়ে এসেছি, সেই সময়ে কলকাতা শহরে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। আর তা হল সত্যজিৎ রায়ের মৃত্যু। সত্যজিৎ রায়ের মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়ার সময় ঘটে গেল একটি আশ্চর্যজনক ঘটনা।"
তাঁর কথায়, "তৎকালীন কলকাতা পুলিশের নগরপালের দায়িত্ব ছিলেন আইপিএস বিকে সাহা। আর সেই সময় কলকাতা পুলিশের প্রাক্তন ওই নগরপালকে সাহাবাবু বলে সকলের সামনে ডেকে উঠেছিলেন এলাকার এক নাম করা মাস্তান। আর তারপরেই গোটাটাই ইতিহাস। সঙ্গে সঙ্গে সেই ঘটনা নজরে আসে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কানে। আর তারপরেই কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল বিকে সাহাকে তড়িঘড়ি কলকাতা পুলিশের নগরপাল পদ থেকে অপসারিত করা হয়। আর তারপরেই কলকাতা পুলিশের নগরপালের আসনে বসানো হয় তুষার তালুকদারকে।
মহানগরের বুকে ঘটে যাওয়া একাধিক রহস্যজনক ঘটনা থেকে শুরু করে হাড়হিম করা হত্যাকাণ্ডের ঘটনা, তদন্তভার নিয়ে অল্প কিছুদিনের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই সকল ঘটনার সমাধান করেছিলেন কলকাতার প্রাক্তন এই নগরপাল। এরপরই তিনি কলকাতা পুলিশকে একটি নতুন আঙ্গিকে রূপদান করতে থাকেন। দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতায় একাধিক উঠতি মাস্তানের দৌরাত্ম্যে নাজেহাল হয়ে গিয়েছিলেন শহরবাসী। তবে শহরকে আইনের শাসনে উত্তীর্ণ করা এবং শহরবাসীকে সুরক্ষায় রাখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তুষার তালুকদার।
আরও পড়ুন:
- ফুটবল আঙিনায় ফের খসল তারা, আটাত্তরে চলে গেলেন বেকেনবাওয়ার
- বিদ্যা বালনের পরিচালক গৌতম হালদার প্রয়াত, স্মৃতিতে ভাসলেন অভিনেতা জয় সেনগুপ্ত
- প্রয়াত 'ক্যাপ্টেন প্রভাকরণ' বিজয়কান্ত, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর