পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nazrul Islam Speaks on Bengal police : রাজ্যে পুলিশ-প্রশাসনের শিরদাঁড়ায় ক্ষয় হয়েছে, বিস্ফোরক প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম - Former IPS Nazrul Islam Speaks on Bengal police

রাজ্য পুলিশ তাঁদের শিরদাঁড়া সোজা রাখলে সুষ্ঠভাবে নির্বাচন সম্ভব, মত রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলামের (Former ADG of West Bengal Police Nazrul Islam) ৷

Nazrul Islam
রাজ্যে পুলিশ-প্রশাসনের শিরদাঁড়ায় ক্ষয় হয়েছে, বিস্ফোরক প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম

By

Published : Nov 27, 2021, 9:45 PM IST

কলকাতা, 27 নভেম্বর :দোরগোড়ায় কলকাতা পৌরসভা নির্বাচন। ভোট শান্তিপূর্ণভাবে করতে কলকাতা পুলিশের কী কী পদক্ষেপ করা উচিত তা নিয়ে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম (Former ADG of West Bengal Police Nazrul Islam)।

শনিবার একান্ত সাক্ষাৎকারে ইটিভি ভারতকে তিনি জানান, পুলিশই পারে নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে ৷ তবে নিজেদের দাযিত্ব পালন করতে দরকার শুধু শিরদাঁড়ার ৷ নজরুল ইসলামের কথায়, "আমাকে যদি নির্বাচনে পুলিশ পরিচালন ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয় তাহলে দেখিয়ে দেব নির্বাচনে কীভাবে সুষ্ঠুভাবে পুলিশ নিজের দায়িত্ব পালন করতে পারে। দরকার শুধু শিরদাঁড়ার ৷ পুলিশ এখনও চাইলে মাথা উঁচু করে নিজের কাজ নিজে করতে পারে, শুধু প্রয়োজন শিরদাঁড়ার। আর এই শিরদাঁড়াই ক্ষয় হয়েছে বর্তমান পুলিশ প্রশাসনের। উপরতলায় পুলিশমহলে যাঁরা বসে রয়েছেন তাঁরা কার্যত দাসে পরিণত হয়েছেন। মন্ত্রী পর্যায়ে যাঁরা উচ্চপদে আসীন হয়েছেন তাঁরা বেছে বেছে অসৎ পুলিশ কর্মীদের উঁচু পদে বসিয়ে রাখেন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য।"

রাজ্যে পুলিশ-প্রশাসনের শিরদাঁড়ায় ক্ষয় হয়েছে, বিস্ফোরক প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম

আরও পড়ুন : Basundhara Goswami as TMC Candidate: মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অবাম কিছু দেখেননি ক্ষিতি কন্যা বসুন্ধরা

তিনি আরও বলেন, "দেশের একাধিক পরিসংখ্যানে উঠে এসেছে বাংলায় গণতন্ত্র । একটা রাজ্যে গণতন্ত্র আছে তখনই বোঝা যাবে যখন কোনও ব্যক্তি তাঁর ভোটাধিকার প্রয়োগ করার পর স্বাধীনভাবে অক্ষত অবস্থায় নিজে নিজের বাসস্থানে সুষ্ঠুভাবে থাকতে পারবেন ৷ কিন্তু আদৌ কি বাংলায় এই সংস্কৃতি রয়েছে?"

যদিও এই বিষয়ে তৃণমূল নেতা সৌগত রায় ইটিভি ভারতকে বলেন, "নজরুল ইসলামবাবু অবসরপ্রাপ্ত। তাঁকে কীভাবে দায়িত্ব দেয়া যায় সেটা আমি জানি না। কিন্তু এক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন গোটা ব্যাপারটা দেখছে। নির্বাচন সুষ্ঠ করার জন্য রাজ্য নির্বাচন কমিশন যতসংখ্যক বাহিনী চায় রাজ্য তত সংখ্যক পুলিশ বাহিনী দিয়ে সাহায্য করবে। এক্ষেত্রে আমরা পূর্ণ আশাবাদী যে রাজ্যে ভোট অবাধ এবং শান্তিপূর্ণভাবে হবে ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details