কলকাতা, 27 নভেম্বর :দোরগোড়ায় কলকাতা পৌরসভা নির্বাচন। ভোট শান্তিপূর্ণভাবে করতে কলকাতা পুলিশের কী কী পদক্ষেপ করা উচিত তা নিয়ে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম (Former ADG of West Bengal Police Nazrul Islam)।
শনিবার একান্ত সাক্ষাৎকারে ইটিভি ভারতকে তিনি জানান, পুলিশই পারে নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে ৷ তবে নিজেদের দাযিত্ব পালন করতে দরকার শুধু শিরদাঁড়ার ৷ নজরুল ইসলামের কথায়, "আমাকে যদি নির্বাচনে পুলিশ পরিচালন ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয় তাহলে দেখিয়ে দেব নির্বাচনে কীভাবে সুষ্ঠুভাবে পুলিশ নিজের দায়িত্ব পালন করতে পারে। দরকার শুধু শিরদাঁড়ার ৷ পুলিশ এখনও চাইলে মাথা উঁচু করে নিজের কাজ নিজে করতে পারে, শুধু প্রয়োজন শিরদাঁড়ার। আর এই শিরদাঁড়াই ক্ষয় হয়েছে বর্তমান পুলিশ প্রশাসনের। উপরতলায় পুলিশমহলে যাঁরা বসে রয়েছেন তাঁরা কার্যত দাসে পরিণত হয়েছেন। মন্ত্রী পর্যায়ে যাঁরা উচ্চপদে আসীন হয়েছেন তাঁরা বেছে বেছে অসৎ পুলিশ কর্মীদের উঁচু পদে বসিয়ে রাখেন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য।"