কলকাতা, 12 অক্টোবর : মাত্র 49 বছর বয়সে থেমে গেল কার্লটন চ্যাপম্যানের দৌড় । আজ ভোররাতে বেঙ্গালুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার । সদা হাস্যমুখ ফুটবলারটির অকাল প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে আসে ক্রীড়া জগতে । বাইচুং থেকে বিজয়ন, রেনেডি থেকে সুনীল ছেত্রী সকলেই প্রিয় চ্যাপম্যান ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।
49-এ থামল কার্লটন চ্যাপম্যানের দৌড় - Carlton Chapman passes away
49 থেমে গেল কার্লটন চ্যাপম্যানের দৌড় । আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷
টাটা ফুটবল অ্যাকাডেমির প্রথম ব্যাচের ফুটবলার ছিলেন চ্যাপম্যান । সেই সময়ের বাকি দুই সতীর্থ অলোক দাস এবং গৌতম ঘোষ । টাটা ফুটবল অ্যাকাডেমির ছাত্রাবস্থার প্রথম পর্বে চুনী গোস্বামীর হাতে ফুটবল পাঠ শুরু । পরের দেড় বছর কোচিং পেয়েছিলেন প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের হাতে । সেদিক থেকে দেখতে গেলে ভারতীয় ফুটবলের দুই মহারথীর কাছ থেকে ফুটবল শিক্ষা নিয়েছিলেন চ্যাপম্যান । কলকাতা ময়দানে তাঁর প্রথম ক্লাব ইস্টবেঙ্গল । 1993 সালে কাপ উইনার্স কাপে ইরাকের আলজাওরার বিরুদ্ধে ছয় গোলে জিতেছিল লাল-হলুদ । সেই ম্যাচে একাই চার গোল করেছিলেন চ্যাপম্যান । মাঝমাঠে আকিল আনসারির অসাধারণ ফুটবলের সঙ্গে চ্যাপম্যানের রাইট উইং ধরে দৌড়ের কোনও ঠিকানা সেদিন ইরাকের ক্লাব দলের কাছে ছিল না ।
ইস্টবেঙ্গলের হয়ে খেলার পরে জেসিটিতে চলে যান । সেখান থেকে কোচি এফসিতে সই করেন, তারপর ফের ইস্টবেঙ্গলের জার্সি পরেন । এই শতাব্দীতে ইস্টবেঙ্গলের প্রথম অধিনায়ক ছিলেন তিনি । ফুটবল ছাড়ার পরে কোচিং করাচ্ছিলেন । টাটা ফুটবল অ্যাকাডেমিতে কোচিং করিয়েছেন । রয়্যাল রেঞ্জার্স,রয়্যাল ওয়াহিংডো, কলকাতার ভবানীপুর ক্লাব, স্টুডেন্টস ইউনিয়ন, কোয়ার্টজ এফসির মতো দলে কোচিং করিয়েছেন । তবে বর্তমানে কোনও দলের কোচ ছিলেন । এই কর্মহীনতা তাঁকে হতাশার দিকে ঠেলে দিয়েছিল । সেখান থেকে মদে আসক্ত হয়ে পড়েছিলেন । ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার ভোরে শৌচালয়ে পড়ে গিয়ে মৃত্যু হয় । তাঁর মৃত্যুতে কলকাতা ময়দানে শোকের ছায়া । সতীর্থ গৌতম ঘোষ এবং অলোক দাস শোকাহত । তাঁর মতো একজন সদাহাস্যমুখ মানুষের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না দু'জনেই । দু'জনেই চ্যাপম্যানের আত্মার শান্তি কামনা করেছেন ।