গোয়া, 16 জানুয়ারি : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যাপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন ৷ তারিখটা ছিল 21 ডিসেম্বর ৷ কিন্তু একমাসও গড়াল না ৷ গোয়া বিধানসভা ভোটের আগে তৃণমূলকে জোর ধাক্কা দিয়ে ঘাসফুল ছাড়লেন গোয়ার প্রাক্তন বিধায়ক অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো ৷ আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি ৷ যদিও চিঠিতে দল ছাড়ার কোনও কারণ উল্লেখ করেননি লৌরিনকো (former Goa MLA Aleixo quits TMC within a month of joining party) ৷
আঞ্চলিক দল হয়েও সর্বভারতীয় ক্ষেত্রে নিজেদের শক্তি পরীক্ষার দৌড়ে নেমেছে তৃণমূল কংগ্রেস ৷ ত্রিপুরা, মণিপুর, গোয়ার মতো রাজ্যে তৃণমূল কংগ্রেস সংগঠন গড়ার দিকে জোর দেওয়াতেই তা স্পষ্ট ৷ আগামী মাসেই সৈকত রাজ্য গোয়ায় বিধানসভা নির্বাচন ৷ তার আগে কংগ্রেস ছেড়ে ঘাসফুলে যোগ দেওয়ার হিড়িক পড়েছিল ৷ সেই স্রোতে গা ভাসিয়েছিলেন গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো ৷ কলকাতায় এসে মমতা-অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন ৷ কিন্তু হাত শিবির ছেড়ে ঘাসফুলে যোগ দেওয়ার তাঁর এই সিদ্ধান্ত টিকল না একমাসও ৷ 21 ডিসেম্বর তৃণমূলে যোগ দেওয়া লৌরেনকো তৃণমূল সুপ্রিমোকে চিঠি দিয়ে দল ছাড়লেন 16 জানুয়ারি ৷
গোয়ার এই প্রাক্তন বিধায়ক তৃণমূল ছাড়ার নির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও জানা গিয়েছে এর পিছনে রয়েছেন বিজেপি থেকে কংগ্রেসে আসা মাইকেল লোবো ৷ গত 10 জানুয়ারি পদ্ম শিবিরের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে কংগ্রেসে নাম লেখান লোবো ৷ জানা গিয়েছে, কংগ্রেসে যোগ দিয়েই লৌরেনকার সঙ্গে যোগাযোগ করেন লোবো ৷ তাঁর আমন্ত্রণেই নাকি কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নেন অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো ৷