পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য - বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা

এখনও তাঁকে বাইপ্যাপ সাপোর্টেই রাখা রয়েছে । হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাঁর যে নিদ্রাচ্ছন্ন ও ঘোর ভাব ছিল তা গতকাল থেকেই কেটে গিয়েছে । তিনি সজাগ রয়েছেন ও স্বাভাবিক কথাবার্তাও বলছেন ।

বুদ্ধদেব ভট্টাচার্য
বুদ্ধদেব ভট্টাচার্য

By

Published : May 27, 2021, 11:38 AM IST

Updated : May 27, 2021, 11:51 AM IST

কলকাতা, 27 মে : আপাতত ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ তিনি কথাবার্তাও বলছেন ৷ আজ সকালের মেডিকেল বুলেটিন প্রকাশ করে এমনই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

তবে এখনও তাঁকে বাইপ্যাপ সাপোর্টেই রাখা রয়েছে । হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাঁর যে নিদ্রাচ্ছন্ন ও ঘোর ভাব ছিল তা গতকাল থেকেই কেটে গিয়েছে । তিনি সজাগ রয়েছেন ও স্বাভাবিক কথাবার্তাও বলছেন । চিকিৎসকরা জানাচ্ছেন, রেমডিসিভির দেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বুদ্ধবাবুর । এই মুহূর্তে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা 92 শতাংশ। চিকিৎসকরা যে রিপোর্ট পাচ্ছেন তাতে সন্তুষ্ট । তাঁরা মনে করছেন আপাতত এই চিকিৎসাই চালিয়ে যেতে হবে । ক্লেক্সন, রেমডিসিভির এবং সলিউমেড্রল ইঞ্জেকশন দেওয়া হচ্ছে তাঁকে । বুদ্ধবাবুর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে । তাঁর হৃৎস্পন্দন প্রতি মিনিটে 54 । হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন তিনি । গতকালের মতো আজও তাঁকে মুখ দিয়ে খাওয়ানো হয়েছে । এদিকে গতকাল তাঁর কোভিড-সহ বেশ কিছু শারীরিক পরীক্ষা করানো হয়েছিল ৷ রিপোর্টগুলি সন্তোষজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

এই মুহূর্তে বুদ্ধবাবু চিকিৎসক কৌশিক চক্রবর্তী, ধ্রুব ভট্টাচার্য এবং সৌতিক পাণ্ডার তত্ত্বাবধানে ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন । মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসক সোমনাথ মাইতি, বক্ষ রোগ বিশেষজ্ঞ অংকন বন্দ্যোপাধ্যায়, হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল এবং এনেসথেসিওলজিস্ট আশীষ পাত্রের পরামর্শ নিচ্ছেন । যেহেতু এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিকের দিকে তাই নতুন করে কোনও ওষুধ দিতে চাইছেন না চিকিৎসকেরা । তবে পরে তাঁর শারীরিক অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে ।

আরও পড়ুন,করোনামুক্ত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য

18 মে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি । তবে, 24 মে রাত থেকেই তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে ৷ ক্রমাগত শ্বাসকষ্ট হতে থাকে । এরপরই 25 মে সকালবেলা তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেই থেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷ অন্যদিকে, বুদ্ধবাবুর হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে তাঁর স্ত্রী মীরা দেবী কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েন ৷ ফলে মঙ্গলবার তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয় । তিনিও এখন ভাল আছেন ৷ চিকিৎসকেরা তাঁদের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন । আপাতত দুজনের স্বাস্থ্য নিয়েই খুব একটা চিন্তার কারণ দেখছেন না চিকিৎসকেরা ।

Last Updated : May 27, 2021, 11:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details