পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Naranrayan Gupta Passes Away: প্রয়াত রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল নরনারায়ণ গুপ্ত - প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল নরনারায়ণ গুপ্ত

86 বছর বয়সে প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল নরনারায়ণ গুপ্ত । বাম জমানায় দীর্ঘ 15 বছর এই পদে ছিলেন তিনি (Naranrayan Gupta) ৷

ETV Bharat
নরনারায়ণ গুপ্ত প্রয়াত

By

Published : Feb 13, 2023, 11:03 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: বাম জমানায় 15 বছর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) ছিলেন নরনারায়ণ গুপ্ত । সোমবার সকালে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (former AG of West Bengal) । তাঁর বয়স হয়েছিল 86 বছর । বিশিষ্ট এই আইনজীবী ও রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেলের মৃত্যুতে শোকস্তব্ধ রাজ্যের বামপন্থী আইনজীবি মহল ও আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা (Naranrayan Gupta demise)।

অ্যাডভোকেট জেনারেলের পদে থাকা ছাড়াও দীর্ঘদিন রাজ্য বার কাউন্সিলেরও চেয়ারম্যান ছিলেন তিনি । ভালোবাসতেন গান শুনতে ও গাইতে । নরনারায়ণ গুপ্তর ঘনিষ্ঠ মহলের দাবি, 40 বছর বয়সের নরনারায়ণের প্রথম রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম প্রয়াত পরিচালক মৃণাল সেনের হাতে প্রকাশিত হয়েছিল! সেই অ্যালবাম প্রকাশের সময় তিনি জানিয়েছিলেন, কাজের চাপে গানের জন্য আগে সময় পাননি ।

এছাড়াও তিনি আইন নিয়েও একাধিক বই লিখেছেন । তিনি নিজেকে বামপন্থী বলেই দাবি করতেন । কলকাতা হাইকোর্ট সূত্রের দাবি, এআইএলইউ বা সারা ভারত আইনজীবী ইউনিয়নের প্রতিষ্ঠাতা-নেতা ছিলেন নরনারায়ণ গুপ্ত । তাই তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ নিয়ে যাওয়া হয় কলকাতা হাইকোর্টে। সেখানে তাঁকে ওই সংগঠনের তরফে শ্রদ্ধা জানান হয় ৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য ।

আরও পড়ুন:জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসানোর নির্দেশ রাজ্যের সব সংশোধনাগারে

আইনজীবী শামীম আহমেদ বলেন, "এআইএলইউ, হাইকোর্ট কমিটির পক্ষ থেকে আমাদের সংগঠনের সর্বভারতীয় প্রতিষ্ঠাতা সদস্য ও রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল এবং প্রাক্তন বার কাউন্সিলের চেয়ারম্যান নরনারায়ণ গুপ্তর প্রতি শ্রদ্ধা । এক কথায় তিনি আমাদের পথ প্রদর্শক ছিলেন ।" সিপিআইএম রাজ্য সদর দফতর মুজাফফর আহমেদ ভবনেও তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, রবীন দেব, সুখেন্দু পানিগ্রাহী-সহ অন্যান্য বাম নেতৃত্ব ।

ABOUT THE AUTHOR

...view details