কলকাতা, 9 ডিসেম্বর:মহিলাদের অভিযোগ শুনতে 'ইন্টারনাল কমপ্লেন কমিটি' (Internal Complaints Committee) গঠন করল বঙ্গ সিপিএম । বৃহস্পতিবার রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim) এই কমিটির কথা ঘোষণা করেন । তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে । সেই কমিটিতে 2 জন মহিলা ও একজন পুরুষ আছেন ।
সেলিম (Mohammed Salim) জানান, আমরা পার্টি কংগ্রেসে আলোচনা করে দলীয় সংবিধান সংশোধন করি । তখনই এই ধরনের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় । এবার তা বাস্তবায়িত হল । দেশের মধ্যে একমাত্র কমিউনিস্ট পার্টির এধরনের কমপ্লেন কমিটি গঠন করেছে । দু'দিনের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে তিনজনের কমিটি গঠন করা হয়েছে । তিনজনের কমিটিতে রয়েছেন অঞ্জু কর, শ্যামলী প্রধান ও সুমিত দে ।
সাংবাদিকদের মুখোমুখি সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এদিকে রাজ্য কমিটিতে নতুন করে তিনজন স্থায়ী আমন্ত্রিত সদস্যকে নিয়ে আসা হয়েছে । তাঁদের মধ্যে আছেন মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য সোমনাথ সিংহ রায়, প্রাক্তন বিধায়ক জাহানারা খান এবং তরুণ নেতা ইন্দ্রজিৎ ঘোষ । চাকরি প্রার্থীদের লড়াইয়ের অন্যতম নেতা এই ইন্দ্রজিৎ ।
আরও পড়ুন:গুজরাতে গেরুয়া ঝড়, কলকাতার রাজপথে শোভাযাত্রা বিজেপি'র
এর পাশাপাশি 2 দিনের রাজ্য কমিটির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে । পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচন-সহ রাজ্যের একাধিক জায়গায় তৃণমূলকে হারাতে বিজেপির সঙ্গে 'জোট বদ্ধ' হওয়ার বিষয়টির কড়া সমালোচনা করা হয়েছে । আগামিদিনে যাতে রাজ্যের কোথাও এমন ঘটনা না ঘটে সে বিষয়ে জেলা নেতাদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে ।