কলকাতা, 9 মার্চ : গতরাতের অগ্নিকাণ্ডের পর আজ সকালে দুর্ঘটনাস্থানে যায় ফরেন্সিক দল । দুর্ঘটনাস্থান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক দলের আধিকারিকরা । বেশ কিছু দাহ্য পদার্থ বাজেয়াপ্ত করেন তাঁরা । পাশাপাশি, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও দুর্ঘটনাস্থানে আসেন ৷
আগুন লাগার ঘটনায় ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কলকাতা পুলিশ । ভারতীয় দন্ডবিধি অনুসারে 304 এ ধারায় গাফিলতির কারণে মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে । এই ঘটনায় সরাসরি রেলের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে রাজ্য সরকার । কেন দমকল কর্মীদের হাতে ঘটনার দিনে বিল্ডিংয়ের ম্যাপ তুলে দেওয়া হল না, কেন বিল্ডিংয়ের কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না-- এমন বেশ কিছু প্রশ্ন তুলতে শুরু করেছে রাজ্য প্রশাসন ৷