বাগুইআটি, 16 নভেম্বর: জগৎপুর বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে মঙ্গলবার অজ্ঞাত পরিচয় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। বাথরুমের মধ্যে একটি ড্রামের মধ্যে রাখা ছিল দেহটি। ড্রামের মধ্যে মৃতদেহ রেখে তার মধ্যে গলা সিমেন্ট ঢেলে ড্রামের মুখ সিমেন্ট দিয়ে আটকানো ছিল বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে বৃহস্পতিবার ফরেনসিক টিম পৌঁছয় ৷ ফরেনসিকের সঙ্গে ছিল বাগুইআটি থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিক এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশও।
বাগুইআটির জগৎপুরের ওই বহুতল বাড়ির তিনতলার ঘরে এদিন ফরেনসিক সায়েন্স অ্যান্ড ল্যাবরেটরির দুই সদস্যের তদন্তকারী অফিসাররা যান ৷ বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ফিজিক্যাল এভিডেন্স কালেক্ট করা হয়েছে বলে খবর ৷ সেই নমুনাগুলো পরীক্ষা করার পর বলা যাবে আসলে কী ঘটেছিল ওই ঘরে। এই মুহূর্তে তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে তদন্ত, তাই পরিষ্কার করে কিছু বলা সম্ভব হচ্ছে না বলে জানান ফরেনসিক দলের এক প্রতিনিধি ৷ ঘটনার পর থেকে কেউ নিখোঁজ আছে কি না, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।