গেস্ট হাউস থেকে উদ্ধার বিদেশী নাগরিকের দেহ কলকাতা, 16 মে: এক বিদেশি নাগরিকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নিউটাউনের গেস্ট হাউসে ৷ ঘটনাস্থলে টেকনো সিটি থানার পুলিশ। জানা গিয়েছে, 13 মে নিউটাউন ডিডি ব্লকের 195 নম্বরের গেস্ট হাউসে চেক-ইন করেন সুইডেনের বাসিন্দা পিটার লুকাসজিক। মঙ্গলবার সকালে চেক আউট করার কথা ছিল তাঁর। সে কারণে গেস্ট হাউসের ম্যানেজার রুমে বেশ কয়েকবার ফোনও করেন তাঁকে ৷ কিন্তু দীর্ঘক্ষণ ফোন করেও সাড়া না-পাওয়ার খবর দেওয়া হয় টেকনো সিটি থানায় ৷
এরপরেই পুলিশ এসে গেস্ট হাউসের 103 নম্বর রুমের দরজা ভেঙে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার করে ৷ বিছানার উপর থেকেই উদ্ধার হয় পিটার লুকাসজিকের দেহ। দেহের পাশে সুইস ভাষায় লেখা একটি নোটও পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সেটি সুইসাইড নোটও হতে পারে। তবে ভাষাগত সমস্যার কারণে এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়। বিছানায় বিদেশি নাগরিকের দেহের পাশে বেশ কিছু ওষুধও পড়ে ছিল। তবে সেগুলি কিসের ওষুধ তা তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছে টেকনো সিটি থানার পুলিশ।
আরও পড়ুন: 18 ছাত্রীকে যৌন হেনস্থায় গ্রেফতার শিক্ষক ! ভয়ে স্কুলেই যাচ্ছে না পড়ুয়ারা
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নিউটাউনের গেস্ট হাউসে আসার আগে আইটিসি সোনারে ছিলেন এই সুইডিশ নাগরিক। 13 তারিখ সেখান থেকে বেরিয়ে ওলা চড়ে করে এখানে আসেন। অন্যদিকে, সুইডেন থেকে ওই ব্যক্তির পরিবার ই-মেলের মাধ্যমে সোমবার মিসিং ডায়েরি করে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে। মিসিং ডায়েরি হওয়ার পরেই কলকাতা পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরুও করে দিয়েছিল ৷
লালবাজার তদন্তে নেমে জানতে পারে, ওই বিদেশি নাগরিক একটি ওলা করে নিউটাউনের গেস্ট হাউসে পৌঁছন বিদেশি নাগরিক ৷ সেইমতো খোঁজ চলতে থাকে ওলা গাড়ির ৷ একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয় ক্যাবটিকে ৷ এরপর ডেকে পাঠানো হয় ক্যাব চালককে ৷ গাড়ির চালককে সঙ্গে নিয়েই এদিন নিউটাউনের গেস্ট হাউসে পৌঁছন লালবাজারের আধিকারিকরা ৷ যদিও ততক্ষণে পিটার লুকাসজিককে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ ৷