পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতার ধর্মীয়স্থানেও ছিলেন কয়েকজন বিদেশি, সরাল প্রশাসন - করোনা

নিজ়ামউদ্দিনের পর কলকাতা । এখানকারও ধর্মীয়স্থানে ছিলেন বিদেশিরা। তাঁদের সরাল প্রশাসন ।

ছবি
ছবি

By

Published : Apr 2, 2020, 1:00 PM IST

কলকাতা, 2 এপ্রিল : শুধু দিল্লির নিজ়ামউদ্দিন নয় । কলকাতা শহরের ধর্মীয় স্থানগুলিতেও ছিলেন বেশ কয়েকজন বিদেশি । পুলিশ সূত্রে খবর এমনটাই । নিজ়ামউদ্দিনের ঘটনা সামনে আসার পর তাঁদের যথাস্থানে সরানো হয়েছে বলে জানা গেছে । তাঁদের কোয়ারানটাইনে পাঠানো হয়েছে বলে খবর।

দেশে কোরোনার সংক্রমণ চলছে প্রায় একমাস ধরে । জারি রয়েছে লকডাউন । জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কেন্দ্র-রাজ্য দুই সরকারের তরফেই । এদিকে মার্চের মাঝামাঝি দিল্লির নিজ়ামউদ্দিন এলাকার একটি মসজিদে ধর্মীয় সভার আয়োজন করা হয় ৷ সেই সভায় সমস্ত বাধা-নিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে জমায়েত হন কয়েক হাজার মানুষ । সভায় যোগ দেওয়া বিদেশি-সহ 54 জনের খোঁজ মেলে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় ৷ সেই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে । ঘটনার জেরে কমিউনিটি স্প্রেডের আশঙ্কা রয়েছে । ওই ধর্মীয় অনুষ্ঠানে যাঁরা যোগ দিতে গেছিলেন তাঁদের খোঁজ শুরু হয়েছে গোটা দেশজুড়েই। এমনকী খোঁজ চলছে তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদেরও । বহু মানুষকে পাঠানো হয়েছে আইসোলেশনে । অনেকে আবার হাসপাতালে ভরতি ।

সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতার ধর্মীয় স্থানগুলিরও খোঁজখবর নেওয়া হয় । তাতে জানা যায়, এখানেও বেশ কয়েকটি ধর্মীয় স্থানে রয়েছেন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থেকে আসা মানুষজন । প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, তাঁদের প্রত্যেককেই নিয়ে যাওয়া হয়েছে কোয়ারানটাইনে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। এখনও পর্যন্ত তাঁদের শরীরে কোরোনার লক্ষণ অবশ্য মেলেনি বলেই জানিয়েছে প্রশাসনের ওই সূত্র ।

ABOUT THE AUTHOR

...view details