পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CM Mamata Back to Kolkata: বিদেশ সফর ফলপ্রসূ, কলকাতা ফিরে জানালেন মুখ্যমন্ত্রী - মহামেডান স্পোর্টিং ক্লাব

স্পেন ও দুবাই সফর শেষে শনিবার বিকালে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিদেশ সফরে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

Etv Bharat
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 8:16 PM IST

Updated : Sep 23, 2023, 8:47 PM IST

কলকাতা ফিরে জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা, 22 সেপ্টেম্বর: স্পেন ও দুবাই সফর শেষে শনিবার সন্ধেয় কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর বিমানবন্দরে নেমে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা বাংলার জন্য অনেক কাজ করতে পেরেছি। শিল্পপতিদের পাশাপাশি মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাব এবং ইস্টবেঙ্গলের প্রতিনিধিরাও এই বিদেশ সফরে আমাদের সঙ্গে ছিলেন ৷" সেই সঙ্গে, বিদেশ সফরে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

গত 12 সেপ্টেম্বর দুবাই হয়ে স্পেনের উদ্দেশে রওনা দেন মমতা। 13 তারিখ স্পেনের রাজধানী মাদ্রিদে যান তিনি। কলকাতা ছাড়ার দিন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘‘গত বইমেলায় স্পেন ছিল থিম। তখনই ঠিক করে নিয়েছিলাম, এরপর কোথাও যদি যাই তা হলে ছোট্ট, সুন্দর দেশটায় যাব।’’ মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন কলকাতা বইমেলার সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ও ৷ দু’দেশের সাহিত্যপ্রেমীদের মধ্যে চিন্তাভাবনা আদানপ্রদান বিষয়ক ‘মউ’ স্বাক্ষর হয়েছে মাদ্রিদে।

মাদ্রিদে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ লা লিগার সঙ্গে রাজ্য সরকারের মউ স্বাক্ষর অনুষ্ঠানে সৌরভ ছিলেন অন্যতম মধ্যমণি ৷ এর পাশাপাশি বাণিজ্য সম্মেলনের মঞ্চেও দেখা যায় সৌরভকে ৷ তবে সেক্ষেত্রে অন্য ভূমিকায় ধরা দিয়েছিলেন তিনি ৷ শালবনীতে তাঁর ইস্পাত কারখানা গড়ে তোলার কথা স্পেন থেকেই ঘোষণা করে তাক লাগিয়ে দিয়েছিলেন সৌরভ ৷

স্পেন থেকে দুবাইয়ে যান মুখ্যমন্ত্রী ৷ শুক্রবার সে দেশেও একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে লুলু গ্রুপের বৈঠক অত্যন্ত ইচিবাচক হয়েছে। ওইদিন লুলু গ্রুপের তরফে সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলি এই বৈঠকে উপস্থিত ছিলেন বলে খবর। একইসঙ্গে, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শিল্পসচিব বন্দনা যাদব-সহ মুখ্যমন্ত্রীর সঙ্গে যাওয়া সরকারি আধিকারিকেরা। নিউটাউনে আন্তর্জাতিক মানের শপিং মল তৈরি করবে লুলু গ্রুপ, মুখ্যমন্ত্রীকে এমনই আশ্বাস দিয়েছেন লুলু গ্রুপের আধিকারিকরা ৷

আরও পড়ুন: নিউটাউনে আন্তর্জাতিক মানের শপিং মল তৈরি করবে লুলু গ্রুপ, মুখ্যমন্ত্রীকে আশ্বাস

আর এদিন কলকাতায় এসে মুখ্যমন্ত্রী বলেন, "মানুষ জানে যে, আমরা গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত করেছি। আমরা মাদ্রিদ, বার্সেলোনা এবং দুবাইয়ের স্টেকহোল্ডারদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সফল বৈঠক করেছি ৷ তাদের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2023-এ আমন্ত্রণও জানিয়েছি ৷ ফিকি এবং আইসিসি (ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স) বৈঠকের আয়োজন করেছিল। এই ধরনের সফল অনুষ্ঠান বিরল এবং এনআরআইও এই উদ্যোগে যথেষ্ট খুশি ৷"

Last Updated : Sep 23, 2023, 8:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details