কলকাতা, 22 সেপ্টেম্বর: স্পেন ও দুবাই সফর শেষে শনিবার সন্ধেয় কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর বিমানবন্দরে নেমে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা বাংলার জন্য অনেক কাজ করতে পেরেছি। শিল্পপতিদের পাশাপাশি মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাব এবং ইস্টবেঙ্গলের প্রতিনিধিরাও এই বিদেশ সফরে আমাদের সঙ্গে ছিলেন ৷" সেই সঙ্গে, বিদেশ সফরে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
গত 12 সেপ্টেম্বর দুবাই হয়ে স্পেনের উদ্দেশে রওনা দেন মমতা। 13 তারিখ স্পেনের রাজধানী মাদ্রিদে যান তিনি। কলকাতা ছাড়ার দিন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘‘গত বইমেলায় স্পেন ছিল থিম। তখনই ঠিক করে নিয়েছিলাম, এরপর কোথাও যদি যাই তা হলে ছোট্ট, সুন্দর দেশটায় যাব।’’ মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন কলকাতা বইমেলার সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ও ৷ দু’দেশের সাহিত্যপ্রেমীদের মধ্যে চিন্তাভাবনা আদানপ্রদান বিষয়ক ‘মউ’ স্বাক্ষর হয়েছে মাদ্রিদে।
মাদ্রিদে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ লা লিগার সঙ্গে রাজ্য সরকারের মউ স্বাক্ষর অনুষ্ঠানে সৌরভ ছিলেন অন্যতম মধ্যমণি ৷ এর পাশাপাশি বাণিজ্য সম্মেলনের মঞ্চেও দেখা যায় সৌরভকে ৷ তবে সেক্ষেত্রে অন্য ভূমিকায় ধরা দিয়েছিলেন তিনি ৷ শালবনীতে তাঁর ইস্পাত কারখানা গড়ে তোলার কথা স্পেন থেকেই ঘোষণা করে তাক লাগিয়ে দিয়েছিলেন সৌরভ ৷