কলকাতা, 9 জানুয়ারি: 'বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে...' মার্কিন মুলুকে থাকলেও মনে প্রাণে বাঙালি ৷ বিয়ে করতে তাই বিদেশ থেকে কলকাতায় আসছেন কনে ৷ সঙ্গে বিদেশী বর ও তাঁর পরিবার ৷ এই বিয়ে করতে এসে সংক্রান্তিতে কলকাতার গঙ্গা আরতির সাক্ষী থাকতে চলেছে বিদেশী বর ও বাঙালি কনে-সহ গোটা পরিবার ৷ তাদের স্বাগত জানাবে কলকাতা পৌরনিগম ৷ বিদেশী বরযাত্রীরা সকলে যাতে সুষ্ঠুভাবে বাজা কদমতলা ঘাটে এই গঙ্গা আরতি দেখতে পায়, তার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা । সকলকে আনা ও নিয়ে যাওয়ার জন্য দুটো বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে ৷ সেগুলির পার্কিংয়ের দায়িত্ব নিয়েছে পৌরনিগম ।
আরতির দায়িত্বে থাকা কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য তারক সিং বলেন, "প্রত্যেকে বিদেশী । 64 জন আসছেন । কেউ চিকিৎসক, কেউ বিজ্ঞানী, কেউ গবেষক । তাঁদের নিরাপত্তার জন্য এবং তাঁরা যাতে সুষ্ঠুভাবে এই আরতি দেখতে পান সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে । তাদের আনা ও নিয়ে যাওয়া জন্য যে দুটো বিশেষ বাস থাকছে তার পার্কিংয়ের ব্যবস্থা করবে পৌরনিগম ।"
জানা গিয়েছে, প্রবাসী বাঙালি বসু পরিবার । কালীঘাটের বাসিন্দা হলেও কর্মসূত্রে দীর্ঘ দিন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস তাদের । সেখানেই জন্মেছেন অন্বেষা বসু । তিনি পেশায় চিকিৎসক । বিদেশে জন্ম থেকে কর্ম হলেও দেশের সঙ্গে নিবিড় টান তাঁর । এখনকার ঐতিহ্য বিন্দুমাত্র ভোলেননি । তাঁর বিয়ে ঠিক হয়েছে সেই দেশের বাসিন্দা পেশায় শিল্পপতি ম্যাক্স মিলিয়নের সঙ্গে । মার্কিন মুলুকে থাকলেও বাঙালি মতেই বিয়ে করতে চলেছেন অন্বেষা ৷ তাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কলকাতায় আসছেন প্রবাসী বাঙালি কন্যা ও হবু বিদেশী বর । সঙ্গে আসছেন বরপক্ষের শখানেক আত্মীয় ।