পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজও কলকাতা সহ জেলায় বৃষ্টির পূর্বাভাস - alipore weather office

আজও কলকাতায় আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতা সহ অন্যান্য জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

weather

By

Published : Feb 27, 2019, 7:59 AM IST

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : আজও কলকাতায় আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতা সহ অন্যান্য জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কাল থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে, বিশেষ করে তরাই অঞ্চলের জেলাগুলোতে আজ বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব ব্যানার্জি জানান, পশ্চিমি ঝঞ্ঝাই এর কারণ। দুর্যোগের মেঘ এখনই সরছে না। তাই মৎস্যজীবীদের আরও ৪৮ ঘণ্টা সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।

ABOUT THE AUTHOR

...view details