পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শনিবার থেকে জাঁকিয়ে শীত রাজ্যে - রাজ্যে নামবে তাপমাত্রার পারদ

রাজ্যে বেশিদিন স্থায়ী হবে না শীতের ইনিংস । মঙ্গলবারের পর থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

Weather report
শনিবার থেকে জাঁকিয়ে শীত রাজ্যে

By

Published : Dec 16, 2020, 12:10 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : রাজ্যে ফিরছে শীতের আমেজ । শনিবার থেকে রাজ্যে অনেকটাই নামবে তাপমাত্রা । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে । শনিবার থেকে তাপমাত্রা কমবে । কলকাতায় তাপমাত্রা কমে 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা থাকতে পারে 10 ডিগ্রির থেকেও কম ।

তবে বেশিদিন স্থায়ী হবে না শীতের ইনিংস । মঙ্গলবারের পর থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । অন্যদিকে, আজ উত্তর-পশ্চিম ভারতে কোল্ড ডে পরিস্থিতি রয়েছে । দিল্লিসহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন । মধ্যপ্রদেশ-বিহার-ঝাড়খণ্ড-ওড়িশা ও পশ্চিমবঙ্গে শীতল হাওয়ার দাপট বৃদ্ধি পাবে । সপ্তাহের শেষে 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন , সপ্তাহের শেষভাগে রাজ্যে জাঁকিয়ে শীত

আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.3 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 99 শতাংশ ও সর্বনিম্ন 46 শতাংশ । আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি ও সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ।

ABOUT THE AUTHOR

...view details