পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভুল রিপোর্ট, বেসরকারি ল্যাবরেটরিকে ৩০ হাজার টাকা জরিমানা কমিশনের

ভুল রিপোর্ট দেওয়ায় নাগেরবাজারে অবস্থিত একটি বেসরকারি ল্যাবরেটরির শাখাকে 30 হাজার টাকা জরিমানা করল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাবব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) ৷

picture
ছবিটি প্রতীকী

By

Published : Feb 1, 2020, 5:00 AM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি: নাগেরবাজারে অবস্থিত একটি বেসরকারি ল্যাবরেটরির শাখাকে 30 হাজার টাকা জরিমানা করল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) । এই ল্যাবরেটরি ভুল রিপোর্ট দিয়েছিল বলে অভিযোগ জমা পড়ে কমিশনে । এই কমিশনের সাম্প্রতিক এক নির্দেশে বলা হয়েছে, দুই মাসের মধ্যে এই জরিমানা দিতে হবে ।

কমিশনের এই নির্দেশে বলা হয়েছে, নাগেরবাজারের বেসরকারি ওই ল্যাবরেটরি থেকে ভুল রিপোর্ট দেওয়া হয়েছিল । এই ভুল রিপোর্টের বিষয়টি ওই ল্যাবরেটরিকে জানানো হলে, প্রথমে তা অস্বীকার করে তারা । ভুল রিপোর্টটি ঠিক বলে তাদের তরফে জানানো হয় । শেষ পর্যন্ত, ভুল রিপোর্টকে সঠিক রিপোর্ট প্রমাণের জন্য ওই বেসরকারি ল্যাবরেটরির চেষ্টা ব্যর্থ হয় । এরপর বিনামূল্যে নতুন করে সংগৃহীত নমুনা পরীক্ষার পরে সঠিক রিপোর্ট দেওয়া হয় । এদিকে, ভুল রিপোর্ট দেওয়ার এই ঘটনার অভিযোগকারীকে অপরিমেয় হেনস্থার সম্মুখীন হতে হয় বলে কমিশনের এই নির্দেশে জানানো হয়েছে ।

বেসরকারি ওই ল্যাবরেটরির কাছে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি করে কমিশনে অভিযোগে দায়ের হয়েছিল । অভিযোগের তদন্ত শেষে কমিশনের সাম্প্রতিক এক নির্দেশে জানানো হয়েছে, বেসরকারি ওই ল্যাবরেটরিকে 30 হাজার টাকা জরিমানা করা হয়েছে । নির্দেশে দুই মাসের মধ্যে এই টাকা দেওয়ার কথা বলা হয়েছে । টাকা দিতে একদিনও দেরি হলে, বছরে 12 শতাংশ হারে সুদ দেওয়ার কথাও কমিশনের নির্দেশে জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details