পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাদের জন্য হাইড্রক্সিক্লোরোকুইন ? জানিয়ে দিল স্বাস্থ্য দপ্তর

হাইড্রক্সিক্লোরোকুইন কাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে সেই বিষয়ে নির্দেশিকা জারি করল রাজ্য় স্বাস্থ্য দপ্তর । কোরোনা আক্রান্তদের চিকিৎসার কাজে যাঁরা যুক্ত, তাঁরা যাতে সংক্রমিত না হয়ে পড়েন, তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ।

Hydroxychloroquine
স্বাস্থ্য ভবন

By

Published : Apr 11, 2020, 8:25 AM IST

কলকাতা, 10 এপ্রিল: COVID-19-এর সংক্রমণ এড়ানোর জন্য হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের পরামর্শ দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)। কাদের জন্য এই ওষুধ ব্যবহার করা যাবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে । তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই ওষুধের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে । এই অবস্থায় এই ওষুধের ব্যবহারকারীরা যাতে সুরক্ষিত থাকতে পারেন, সেই লক্ষ্যে নির্দেশ জারি করল স্বাস্থ্য দপ্তর ।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, অটো ইমিউন কিছু অসুখের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব‍্যবহার হয় । যেমন- রিউম‍্যাটয়েড আর্থারাইটিস । কখনও কখনও ম‍্যালেরিয়ার ওষুধ হিসাবেও হাইড্রক্সিক্লোরোকুইনের ব‍্যবহার হয় । হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার মানেই যে COVID-19 (নভেল কোরোনা ভাইরাস ডিজিজ়)-এর সংক্রমণ থেকে দূরে থাকা যাবে, এখনও পর্যন্ত তার কোনও প্রমাণ মেলেনি । COVID-19-এ আক্রান্ত কাউকে হাইড্রক্সিক্লোরোকুইন সুস্থ করে তোলে, এখনও তারও কোনও প্রমাণ পাওয়া যায়নি । গবেষণা চলছে । তবে, COVID-19-এর উপসর্গগুলি কমিয়ে দিতে পারে হাইড্রক্সিক্লোরোকুইন । যদিও, এই ওষুধের ডোজ় বেশি হয়ে গেলে সমস্যা বেড়ে যায় । এমনকী, মৃত‍্যুও হতে পারে ।

এই ধরনের পরিস্থিতিতে হাইড্রক্সিক্লোরোকুইন কাদের জন্য ব্যবহার করা হবে, গতকাল সেই নির্দেশ জারি করে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । নির্দেশ অনুযায়ী, COVID-19-এ আক্রান্তদের জন্য এই ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছে ICMR । এদিকে, COVID-19-এ আক্রান্তদের চিকিৎসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা যাতে সংক্রমণের শিকার না হন, তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে । নভেল কোরোনা ভাইরাস অর্থাৎ, SARS-CoV-2-এর সংক্রমণ এড়ানোর জন্য নির্ধারিত কিছু মানুষের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের পরামর্শ দিয়েছে ন্যাশনাল টাস্কফোর্স ফর COVID-19 ।

ABOUT THE AUTHOR

...view details