কলকাতা, 4 নভেম্বর : বেশ কিছু মাস হল রাজ্যে শুরু হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা প্রদানের ব্যবস্থা ৷ সরকারি হাসপাতাল তো বটেই, রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতেও এই কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়ার কথা রাজ্যের সাধারণ মানুষের ৷ স্বাস্থ্য ভবনের তরফে আগেই নির্দেশিকা জারি করে বলা হয়েছে, রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালকে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা দিতে হবে ৷ এই কার্ড সঙ্গে থাকলে কোনও রোগী ফেরানো চলবে না বা বাড়তি টাকা চাওয়া যাবে না ৷ চিকিত্সা করতে হবে রাজ্য সরকারের বেঁধে দেওয়া প্যাকেজের মধ্যেই। ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা এবং ইমপ্ল্যান্টের ক্ষেত্রেও বিল করতে হবে সরকারি হাসপাতালের ন্যায্য মূল্যের রেটেই। কিন্তু বারবার অভিযোগ উঠছে, রাজ্যের নির্দেশ থাকা সত্বেও বহু বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা দিচ্ছে না ৷ রোগী ফিরিয়ে দেওয়া হচ্ছে ৷
বিষয়টি নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছে রাজ্য ৷ এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আরও কড়া হল রাজ্য সরকার। এই সংক্রান্ত যেকোনও অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর আনল রাজ্য সরকার ৷ বিষয়টি নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কোনও হাসপাতাল যদি স্বাস্থ্যসাথী কার্ড না নেয় তাহলে কড়া পদক্ষেপ করা, প্রয়োজনে সেই হাসপাতালগুলির লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি ৷