বেহালা, 3 মে : করোনা প্যানডেমিকে ফের অমানবিকতার ছবি ধরা পড়ল ৷ ঘণ্টার পর ঘণ্টা করোনা আক্রান্তের দেহ বাড়িতেই পরে থাকল ৷ সাহায্যের জন্য এগিয়ে এলেন না কেউ ৷ ঘটনাটি ঘটেছে বেহালার বৈশালী পার্ক এলাকায় ৷
রবিবার দুপুরে মৃত্যু হয় বছর পঞ্চাশের প্রবীর চট্টোপাধ্যায়ের ৷ তার পর থেকে তাঁর দেহ বাড়িতে পড়ে থাকার অভিযোগ ৷ প্রবীরবাবু গত বুধবার করোনা আক্রান্ত হন ৷ যদিও পরিবার সূত্রে খবর, তাঁর হার্নিয়ার অপারেশনের জন্য বেহালা বালানন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ সেখান করোনা টেস্ট হয় এবং পজিটিভ হন প্রবীরবাবু ৷ তারপর তাঁকে ফিরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ অভিযোগ, বলা হয় নেগেটিভ রিপোর্ট এলে তাঁকে নিয়ে আসতে ৷ তারপর থেকে বাড়িতেই ছিলেন তিনি ৷ তবে তাঁর হার্নিয়ার যন্ত্রণা দিনে দিনে বাড়তে থাকে ৷ শুধুমাত্র করোনা পজিটিভ হওয়ার জন্য তিনি হার্নিয়ার চিকিৎসা পাননি বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে ৷ গতকাল বেলা তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয় ৷