কলকাতা, 31 অগাস্ট : প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । দিল্লির সেনা হাসপাতালে আজ বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । বিকেল 5 টা 46 মিনিটে তাঁর মৃত্যুর খবর টুইট করে জানান প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায় । প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
টুইটারে তিনি লিখেছেন, "আমি গভীর শোকের সঙ্গে এটা লিখছি । ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গেলেন । একটা যুগের অবসান হল । কয়েক দশক ধরে তিনি ছিলেন আমার অভিভাবকের মতো । সাংসদ হিসেবে আমার প্রথম জয় থেকে শুরু করে ক্যাবিনেটের বর্ষীয়ান সহকর্মী । তিনি যখন রাষ্ট্রপতি হন, আমি তখন মুখ্যমন্ত্রী ।"
এরপর আরও একটু টুইটে তিনি লেখেন, "অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে । দিল্লি যাব আর প্রণবদার সঙ্গে দেখা করব না, এটা যেন ভাবাই যায় না । রাজনীতি থেকে অর্থনীতি... সবক্ষেত্রেই তিনি সমান পারদর্শী । আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব । তাঁর কথা খুব মনে পড়বে । অভিজিৎ ও শর্মিষ্ঠাকে আমার সমবেদনা জানাই ।"
আজ বিকেল 5 টা 46 মিনিটে টুইট করে প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর কথা জানান তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় । 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন । 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন । 1980 সাল থেকে 85 সাল পর্যন্ত রাজ্যসভায় নেতা পদে নিযুক্ত ছিলেন । 2004 থেকে 2012 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জঙ্গিপুরে সাংসদ ছিলেন । 2019 সালে ভারতরত্ন পান প্রণব মুখোপাধ্যায়