কলকাতা, 3 নভেম্বর : COVID-19-এর পরিস্থিতি এ রাজ্যে যাতে আরও ভয়াবহ হয়ে উঠতে না পারে, তার জন্য পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে সক্রিয় ভূমিকা নেওয়ার আর্জি জানাল চিকিৎসকদের একটি সংগঠন । এই সক্রিয় ভূমিকার অঙ্গ হিসাবে এ বছর দীপাবলি যাতে দূষণহীন হয়ে উঠতে পারে, তার জন্য আতসবাজি উৎপাদন, বিক্রি এবং ব্যবহারের উপর রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিষেধাজ্ঞা জারির আর্জি জানাল চিকিৎসকদের এই সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম ।
কোরোনা ভয়াবহ হয়ে উঠতে পারে, দীপাবলিতে আতসবাজির উপর নিষেধাজ্ঞার আর্জি চিকিৎসকদের - corona increase in dipawali time
কোরোনা ভয়াবহ হয়ে উঠতে পারে দীপাবলিতে ৷ আতসবাজির উপর নিষেধাজ্ঞার জারির আর্জি চিকিৎসকদের একাংশের ৷
ডক্টরস ফোরাম (WBDF)-এর তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে COVID-19-এর সংক্রমণ বেশ চিন্তাজনক পর্যায়ে রয়েছে । দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে যে রাজ্যগুলি প্রথমের দিকে রয়েছে, সেই তালিকায় এই রাজ্যও রয়েছে । কোরোনা সংক্রমণ মূলত হয় ফুসফুসে । যার জেরে, বহু রোগীর ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় । কোরোনামুক্ত হওয়ার পরও যাঁরা সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের ক্ষেত্রে স্বাভাবিক হতে অনেক সময়ও লেগে যায় । এ দিকে, শীতকাল আসন্ন । এমনিতেই, প্রতিবছর এই সময় কম-বেশি জ্বর, সর্দি-কাশির প্রকোপ দেখা দেয় । এই সমস্যা ক্রমে আরও বাড়িয়ে তুলছে পরিবেশ দূষণ । WBDF-এর তরফে চিকিৎসক কৌশিক লাহিড়ী, চিকিৎসক পুণ্যব্রত গুণ এবং চিকিৎসক রাজীব পান্ডে যৌথভাবে বলেছেন, "এই পটভূমিতে দাঁড়িয়ে আমরা সকলে কি শপথ নিতে পারি না যে, এই বছর আমরা এবং আমাদের পুরো পরিবার কালীপুজো, দীপাবলির সময় কোনও রকম পটকা ফাটাব না, আতসবাজি পোড়াব না ৷" চিকিৎসকরা জানিয়েছেন, পটকা, আতসবাজি থেকে নির্গত বিষাক্ত গ্যাস বাড়িতে বা কোয়ারান্টাইনে কিংবা, হাসপাতালে ভরতি থাকা COVID-19 রোগীদের জন্য খুবই মারাত্মক । পটকা বা আতসবাজির ধোঁয়া খুব অল্প সময়ে বিপুল পরিমাণে বায়ু দূষণের কারণ হয়ে দাঁড়ায় । কারণ, এই ধোঁয়ার মধ্যে থাকে ধাতব কণা, বিপজ্জনক টক্সিন, সালফার বা কার্বনের মতো ক্ষতিকারক রাসায়নিক । এই মারাত্মক সূক্ষ্ম দূষণকণাগুলির প্রভাবে কাশি, শ্বাসকষ্ট, হাঁপানির সমস্যা এমনকী মৃত্যুও হতে পারে । এই ক্ষেত্রে হৃদযন্ত্র, ফুসফুসের সমস্যায় আক্রান্ত এবং বয়স্ক ও শিশুদের ঝুঁকি সব থেকে বেশি থাকে। অতিসূক্ষ্ম বায়ুবাহিত এই দূষণকণাগুলি বিশেষভাবে বিপজ্জনক কারণ, এগুলি ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে এবং বিভিন্ন ধরনের প্রতিকূল প্রভাব ফেলতে পারে ।
একথা জানিয়ে WBDF-এর তরফে চিকিৎসক কৌশিক লাহিড়ী, চিকিৎসক পুণ্যব্রত গুণ এবং চিকিৎসক রাজীব পান্ডে যৌথভাবে বলেছেন, "পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আমরা চিঠি লিখে অনুরোধ করেছি, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট নিয়ম ও আতসবাজির উৎপাদন, বিক্রি এবং, ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করুক রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দীপাবলি এবার দূষণহীন হোক।"