কলকাতা, 13 অক্টোবর: বছর ঘুরলেই লোকসভা ভোট ৷ সে দিকেই লক্ষ্য রেখে এবার দুর্গা পুজোয় নিজের নির্বাচনের ক্ষেত্রেই তাকছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ একাধিক পুজো উদ্বোধনও করবেন অভিষেক। একই সঙ্গে দুর্গা পুজোকে কেন্দ্র করে তিনি বাড়তি জোর দিতে চাইছেন জন সংযোগেও।
বাইরে বেরনো সম্পূর্ণ বন্ধ ৷ তাই এবছর বাড়িতে বসেই ভার্চুয়ালি পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বুধবার কালীগাটের বাড়ি থেকে ভার্চুয়ালি 788টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷ আর সেদিনই তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত গৃহবন্দিই থাকবেন তিনি ৷ তবে আগামী 27 অক্টোবর কলকাতায় পুজো কার্নিভালে উপস্থিত থাকবেন তিনি ৷ তবে অন্যদিকে, নিজের নির্বাচনী এলাকা ডায়মন্ডহারবারে পুজোর উদ্বোধনে সশরীরেই থাকছেন অভিষেক ৷
এখনও পর্যন্ত তৃণমূল সূত্রে যা খবর, আগামী 16 থেকে 19 অক্টোবর নিজের নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ডহারবারে একাধিক পুজোর উদ্বোধন করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। গত বছরও ডায়মন্ডহারবারে একাধিক পুজোর উদ্বোধন করেছিলেন অভিষেক। সেইমতো চলতি বছরও এই চার দিন একাধিক পুজোর উদ্বোধন করবেন তিনি। ইতিমধ্যেই একাধিক উদ্যোক্তাদের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পুজো উদ্বোধনের জন্য অনুরোধ করা হয়েছে। জানা গিয়েছে, সংখ্যাটা সামগ্রিকভাবে পঞ্চাশেরও বেশি।
আরও পড়ুন: 'পুজোর ভিড় নয়, নির্জনতাই পছন্দ বাঙালির'; বলে দিচ্ছে পূর্ব রেলের ওয়েটিং লিস্ট
চারদিনে ভাগ করে অভিষেক এই পুজো গুলোর উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে ৷ একই সঙ্গে নিজের নির্বাচনী ক্ষেত্রে জনসংযোগ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন রয়েছে। কাজেই অন্যান্য বছরের থেকেও এই বছর তাই পুজো উদ্বোধনে বাড়তি সময় দিচ্ছেন তিনি। বিভিন্ন সময় হাজারো রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও ডায়মন্ডহারবারকে আলাদা করে সময় দেন অভিষেক। দুর্গাপুজোর ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হবে না সে কথা বলাবাহুল্য। তাই স্বাভাবিকভাবে ডায়মন্ড হারবারের পুজোর উদ্বোধনের জন্যই অভিষেক চার দিন সময় রেখেছেন বলে খবর।