পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

‌ 'দিদিকে বলো'-তে ফোন করে স্ত্রীর চিকিৎসা খরচ পেলেন দুস্থ ফুটবলার - স্ত্রীর চিকিৎসা

একসময় মোহনবাগানের হয়ে দাপিয়ে ফুটবল খেলেছেন গৌতমবাবু । চাকরি থেকে অবসর নেওয়ার পর বর্তমানে বারাসতে নিজের বাড়িতে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন ৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ স্ত্রী । সামান্য পেনশনের অর্থে সংসার চলে । কিন্তু স্ত্রী-র চিকিৎসার বিপুল খরচ সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল গৌতমবাবুর । শেষে নিরুপায় হয়ে ফোন করেছিলেন 'দিদিকে বলো'-তে। মিলল সাহায্য৷

গৌতম ভট্টাচার্য

By

Published : Aug 31, 2019, 6:14 PM IST

কলকাতা, ৩১ অগাস্ট: একদিকে চরম আর্থিক সংকট । অন্যদিকে স্ত্রীর দুরারোগ্য ব্যাধি । দুই সংকটের টানাপোড়েনে নাজেহাল অবস্থায় পড়েছিলেন প্রাক্তন কৃতী ফুটবলার গৌতম ভট্টাচার্য ।


অবশেষে 'দিদিকে বলো'-তে ফোন করে সমাধান মিলল । ফোন করার কয়েক দিনের মধ্যেই মিলল সাহায্য । জানালেন কৃতজ্ঞতা ।

একসময় মোহনবাগানের হয়ে দাপিয়ে ফুটবল খেলেছেন গৌতমবাবু । দীর্ঘদিন ধরেই অসুস্থ স্ত্রী । সামান্য পেনশনের অর্থে সংসার চলে । কিন্তু স্ত্রীর চিকিৎসার বিপুল খরচ সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল গৌতমবাবুর পক্ষে । শেষে নিরুপায় হয়ে ফোন করেছিলেন 'দিদিকে বলো'-তে । সমস্ত সমস্যার কথা তাদের জানান । সমস্যা লিপিবদ্ধ হয় ৷ তারপর কিছুদিনের মধ্যেই সাহায্য পান ।

উপকার পেয়ে 'দিদিকে বলো' কর্মসূচি নিয়ে আপ্লুত গৌতমবাবু । বলেন, " দীর্ঘদিন ধরেই আমার স্ত্রী অসুস্থ । চিকিৎসা চলছে বহুদিন ধরে৷ চিকিৎসার খরচ মেটাতে গিয়ে আর্থিক সংকটে পড়তে হয় আমাকে । আমি পেনশন পাই । তবে আমার মেয়ের কোনও আয় নেই । সামান্য পেনশন দিয়ে আমার পক্ষে চিকিৎসার খরচ চালানো প্রায় দুঃসাধ্য হয়ে পড়ছিল৷ শেষে 'দিদিকে বলো'-তে ফোন করি । কিছুদিনের মধ্যেই তারা আমার সঙ্গে যোগাযোগ করে । আর্থিক সাহায্য করে ৷ স্ত্রীর যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করে ।‌ বর্তমানে স্ত্রী সুস্থ আছেন । অন্যদের বলব যাঁরা আমার মতো সমস্যায় রয়েছেন তাঁরাও 'দিদিকে বলো'-তে ফোন করুন ৷ নিশ্চই সাহায্য পাবেন ৷ "

ABOUT THE AUTHOR

...view details