পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেশজুড়ে ত্রাণ বিলি ভারত সেবাশ্রম সংঘের - করোনা

লকডাউনের জেরে বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়াল ভারত সেবাশ্রম সংঘ । দেশজুড়ে করা হল ত্রাণ বণ্টন ।

ছবি
ছবি

By

Published : Apr 1, 2020, 12:31 PM IST

কলকাতা, ১ এপ্রিল : কলকাতার একাধিক জায়গায় ত্রাণ বণ্টন করলেন ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা । 30 মার্চ মধ্যরাত থেকে গতকাল সকাল পর্যন্ত সারা রাজ্যের সঙ্গে শহরের একাধিক জায়গাতেও ত্রাণ বিলি করেছেন তাঁরা ।

লকডাউনের জেরে দোকান, হোটেল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন অনেকেই । খাবারও পাচ্ছে না অনেকে । এই সমস্যা সমাধানের জন্যই এবার সারা দেশে রান্না করা খাবার বিলির কাজ শুরু করে ভারত সেবাশ্রম সংঘ । কলকাতার বালিগঞ্জ শাখার পাশাপাশি দিল্লি, মুম্বই সহ একাধিক রাজ্যে ভারত সেবাশ্রম সংঘের যে শাখা রয়েছে সেখানে সাধারণ মানুষ, ফুটপাথবাসী থেকে আটকে পড়া পর্যটক ও রোগীদের তিনবেলা রান্না করা খাবার বিলি করা হচ্ছে । প্রয়োজনীয় মাস্ক, স্যানিটাইজ়ার দেওয়ার কাজও করছে তারা ।

সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, পশ্চিমবঙ্গ ছাড়াও ভিন রাজ্যে যে সমস্ত শাখা রয়েছে তাদের নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে কোনও ব্যক্তি অভুক্ত না থাকে । কোনও পর্যটক কিংবা চিকিৎসা করতে আসা কেউ যদি আটকে যান তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন তিনি । আর্থিক সংকটে পড়লেও সংঘের তরফে যথেষ্ট সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details