পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে পর্যাপ্ত মুসুর ডাল পাঠাচ্ছে না কেন্দ্র, ক্ষোভপ্রকাশ খাদ্যমন্ত্রীর - Lockdown

কেন্দ্রের তরফে ডাল বণ্টনে বৈষম্য করা হচ্ছে । পশ্চিমবঙ্গে পর্যাপ্ত পরিমাণে মুসুর ডাল পাঠানা হচ্ছে না বলে অভিযোগ করলেন খাদ্যমন্ত্রী ।

পশ্চিমবঙ্গে পর্যাপ্ত মুসুর ডাল পাঠাচ্ছে না কেন্দ্র
পশ্চিমবঙ্গে পর্যাপ্ত মুসুর ডাল পাঠাচ্ছে না কেন্দ্র

By

Published : May 1, 2020, 6:11 PM IST

কলকাতা, 1 মে : অন্য রাজ্যগুলিকে ঠিকঠাক পরিমাণে দেওয়া হলেও পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে না পর্যাপ্ত মুসুর ডাল । ফলে কথা থাকলেও রেশনে সেই ডাল দেওয়া সম্ভব হচ্ছে না । এই নিয়ে আজ কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।

লকডাউন শুরুর পরই কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়, এপ্রিল থেকেই রেশন দোকানগুলিতে বিনামূল্যে মুসুর ডাল পাওয়া যাবে । কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, কার্ড পিছু এক কেজি করে মুসুর ডাল দিতে হবে । তাতে রাজ্যের প্রয়োজন 14 হাজার 530 মেট্রিক টন মুসুর ডাল । খাদ্যমন্ত্রী বলেন, যেখানে রাজ্যের চাহিদা 14 হাজার 530 মেট্রিক টন, সেখানে কেন্দ্র থেকে মাত্র 4 হাজার 229 মেট্রিক টন ডাল পাঠানো হয়েছে । যা চাহিদা পূরণে অসম্ভব । তাই রাজ্যের রেশন দোকানগুলিতে মুসুর ডাল দেওয়া হচ্ছে না ।

জ্যোতিপ্রিয়বাবু আরও বলেন, "কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি পূরণ করছে না । বৈষম্যের রাজনীতি করছে । এটা নোংরা রাজনীতি । অবিলম্বে পরিমাণ মতো মুসুর ডাল পাঠাক কেন্দ্র । কেন এই রাজ্যকে বঞ্চনা করা হবে, তার জবাব কেন্দ্রকে দিতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details