পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপের বার্তা খাদ্যমন্ত্রীর - lockdown

25জন মতো অসাধু ব্যবসায়ী এই সময় খাদ্যসামগ্রী নিয়ে কালোবাজারি করছে । তাদের নামের তালিকা ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে রয়েছে ‌। এই লকডাউনের সময়সীমা শেষ হলেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আজ সাংবাদিকদের জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।

জ্যোতিপ্রিয় মল্লিক
জ্যোতিপ্রিয় মল্লিক

By

Published : Apr 8, 2020, 9:10 PM IST

কলকাতা, 8 এপ্রিল : কোরোনার সংক্রমণ প্রতিরোধ দেশজুড়ে চলছে লকডাউন । আর এই লকডাউনের সুবিধা নিয়ে রাজ্যে কিছু অসাধু ব্যবসায়ী খাদ্য সামগ্রীর কালোবাজারি করছে । রেশন ডিলারকে যথেষ্ট পরিমাণে খাদ্যসামগ্রী দেওয়া হলেও, তা বাইরে কালোবাজারি করছে কয়েকজন অসাধু ব্যবসায়ী ৷ আজ একথা স্বীকার করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তিনি বলেন, 25জন মতো অসাধু ব্যবসায়ী এই সময় খাদ্যসামগ্রী নিয়ে কালোবাজারি করছে । তাদের নামের তালিকা ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে রয়েছে ‌। এই লকডাউনের সময়সীমা শেষ হলেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও আজ সাংবাদিকদের জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । পাশাপাশি, আজ রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠক করেন তিনি ।

যেকোনও রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য একটি টোল ফ্রি নম্বরও চালু করেন খাদ্যমন্ত্রী ৷ 1800 345 5505/1967 নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে । গ্রাহকরা খাদ্যসামগ্রী না পেলে অথবা পরিমাণে কম পেলে রেশন ডিলারের বিরুদ্ধে সরাসরি এই ফোন নম্বরে অভিযোগ জানাতে পারবেন । এদিন সাংবাদিক বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "রাজনৈতিক দলের নেতাদের ক্ষমতার জোরে রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটরদের থেকে খাদ্যসামগ্রী তুলে এই ধরনের কালোবাজারি কোনও মতেই মেনে নেওয়া হবে না । সরকারের কাছে যথেষ্ট পরিমাণে খাদ্যশস্য রয়েছে, তা যথাযথভাবে পাবে সাধারণ মানুষ । আতঙ্কিত হয়ে অযথা ভিড় করার কোনও প্রয়োজন নেই রেশন দোকানগুলোতে । সেই সঙ্গে মানুষের কাছে আবেদন করেন নিরাপদ দূরত্ব বজায় রেখে রেশন সংগ্রহ করার জন্য ।"

তিনি জানান, ইতিমধ্যেই ফুড কুপন বিলি করার কাজ শুরু হয়ে গেছে । গোটা রাজ্য জুড়ে ফুড কুপন বিলির কাজ চলছে । আগামী 10 তারিখ থেকে এই ফুড কুপন দেখিয়ে যাদের কাছে রেশন কার্ড নেই, তাঁরা প্রত্যেকে রেশন তুলতে পারবেন । রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন কিন্তু রেশন কার্ড এখনও হাতে পাননি, সেইসব আবেদনকারী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ফুড কুপন বিলি করা হচ্ছে । প্রত্যেককেই সরকারের পক্ষ থেকে চাল, গম দেওয়া হবে ।

সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত রেশন দোকান খোলা থাকবে । আবার দুপুর সাড়ে তিনটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকবে রেশন দোকান । তাই সাধারন মানুষের কাছে খাদ্যমন্ত্রী আবেদন করেছেন অযথা রেশন দোকানগুলিতে ভিড় না করার জন্য ।

ABOUT THE AUTHOR

...view details