কলকাতা, 20 জুলাই: রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগ রাজ্যজুড়ে কৃষকের থেকে ধান সংগ্রহের পরিমাণ বাড়ানোর সিদ্বান্ত নিয়েছে। ধান কেনায় গতি বাড়াতে বেশ কয়েকটি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। বর্তমানে রাজ্য সরকার প্রতিটি কৃষকের কাছ থেকে সর্বাধিক 45 কুইন্টাল ধান সংগ্রহ করছে। এবার যা দ্বিগুণ বাড়িয়ে 90 কুইন্টাল করা হয়েছে। সবমিলিয়ে রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগ 60 লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে।
রাজ্য সরকার এখনও পর্যন্ত 50 লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করতে পেরেছে। গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া ধান কেনার এই প্রক্রিয়া চলবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। যদিও চলতি বছরের এপ্রিল থেকে ধান সংগ্রহ প্রক্রিয়া স্লথ হয়ে পড়েছিল। বুধবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাজ্যের সমস্ত কেন্দ্রীভূত ক্রয় কেন্দ্র নির্ধারিত দিনে খোলা রাখার জন্য নির্দেশ জারি করেছে। রাজ্যজুড়ে প্রত্যন্ত গ্রামে শিবিরের আয়োজন করার পরিকল্পনাও নিয়েছে। আপাতত রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগ বায়োমেট্রিক স্ক্যানিংয়ের মাধ্যমে আধার প্রমাণীকরণের প্রক্রিয়াটিও শিথিল করেছে।