পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে ধ্বংসের মুখে ফুল চাষ - কোরোনা বিধ্বস্ত বাংলা

শ্রমিক না থাকায় এবং লকডাউনের ফলে ফুল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে । 500 বিঘা জমির ফুল চাষ নষ্ট হয়ে গিয়েছে । ফুলে ভরা গাঁদা গাছ জমি থেকে কেটে ফেলা হচ্ছে ।

flower cultivatio in trouble due to lockdown
লক ডাউনে ধ্বংসের মুখে ফুল চাষ

By

Published : Mar 30, 2020, 11:03 PM IST

কলকাতা, 30 মার্চ : কোরোনা বিধ্বস্ত বাংলায় এবার ধ্বংসের মুখে ফুল চাষ । দুধ চাষিদের পর এবার মাথায় হাত ফুলচাষিদের । লক ডাউনের জেরে খেতের ফুল খেতেই শুকিয়ে যাচ্ছে । উৎপাদন যথেষ্ট হলেও রপ্তানি করা যাচ্ছে না গাঁদা, জবার মতো নিত্য প্রয়োজনীয় ফুল । পরিবহন ব‍্যবস্থা স্তব্ধ হওয়ার পর ব‍্যাপক ক্ষতির মুখে ফুল চাষিরা ।

উত্তর 24 পরগনা এবং হাওড়া থেকে সিংহভাগ ফুলের আমদানি হত শহরে । লকডাউনের পর থেকে চাষিদের মাথায় হাত । চাষ জমিতেই তারা ধ্বংস করে ফেলছেন গাঁদা চাষের মত লাভজনক ফুল চাষকে । ফুলচাষীরা জানাচ্ছেন, শ্রমিক না থাকায় এবং লকডাউনের ফলে ফুল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে । 500 বিঘা জমির ফুল চাষ নষ্ট হয়ে গিয়েছে । ফুলে ভরা গাঁদা গাছ জমি থেকে কেটে ফেলা হচ্ছে । চাষিরা এখন ফুল চাষ বাদ দিয়ে পাট চাষের দিকে নজর দিচ্ছেন, অতিরিক্ত লাভের আশায় । লকডাউনের পর থেকেই এই রাজ্যে ফুলের বিক্রি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন চাষিরা । ট্রেন বাস বন্ধ হয়ে যাওয়ায়, চাহিদা থাকলেও জোগান দেওয়া যাচ্ছে না ফুলের । 15-20 হাজার টাকা ক্ষতি হয়েছে চাষীদের । অধিকাংশ ফুলচাষি 7 দিনের লকডাউনে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন ।

এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে চড়াদামে ফুল বিক্রি হবে । সাধারণ মানুষের বেগ পেতে হবে বলেও জানিয়েছেন তারা । বহু ফুল বাজারে অমিল হবে । ফুল বিক্রি না হওয়ায়, জমিতে গাছে শুকিয়ে গিয়েছে ফুল । পর্যাপ্ত গাঁদা ফুল চাষিরা ফেলে দিচ্ছেন জমিতে ।

ABOUT THE AUTHOR

...view details