কলকাতা, 28 জুন:জলমগ্ন উত্তরবঙ্গ ৷ সেই যে মৌসুমী বায়ুর হাত ধরে উত্তরে বর্ষা প্রবেশ করেছে তার এখন ফিরে যাওয়ার কোনও লক্ষ্মণ নেই ৷ আর সে কারণে পাহাড় এখন জলে ভাসছে ৷ খারাপ আবহাওয়ার কারণে বাগডোগরা বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে ৷ সমস্ত বিমান ঘুরিয়ে দেওয়া হচ্ছে কলকাতা বিমানবন্দরে (Flight from Bagdogra Being Diverted to Kolkata Due to Bad Condition Weather) ৷
দৃশ্যমানতা কমে যাওয়ার ফলে বিমান চালক কিছুই দেখতে পাচ্ছেন না ৷ ফলে বিমান চালাতে গিয়ে অসুবিধার মুখে পড়ছেন বিমানচালকরা ৷ সে কারণে মঙ্গলবার দুপুর বারোটার পর থেকে যে সমস্ত বিমান বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেছে সেই বিমানগুলিকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে ৷ তারমধ্যে 11টি বিমানকে কলকাতা বিমানবন্দরে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে ৷