খাবারে বিষ মিশিয়ে 5 কুকুরছানাকে খুনের অভিযোগ - পাঁচটি কুকুরের মৃত্যু
ফের কুকুরকে মেরে ফেলার অভিযোগ । এবার যাদবপুর, খাবারে বিষ মিশিয়ে 5টি কুকুর ছানাকে খুনের অভিযোগ উঠল । ঘটনার তদন্তে যাদবপুর থানার পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে এলাকার CCTV ফুটেজ ।
কলকাতা, 5 ডিসেম্বর : খাবারে বিষ মিশিয়ে 5 টি শিশু কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠল যাদবপুরে । মঙ্গলবার রাতে যাদবপুর স্টেশন সংলগ্ন উপেন্দ্র বিশ্বাস সরণিতে পাঁচটি কুকুরের দেহ পড়ে থাকতে দেখেন এক যুবক । বিষয়টি নিয়ে উকিলের পরামর্শ নেওয়ার পর গতকাল তিনি যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন । একসঙ্গে একই জায়গায় পাঁচটি কুকুরের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় মানুষজন ও পশুপ্রেমীরা । কে বা কারা কুকুরগুলিকে মারল তার তদন্ত শুরু করেছে পুলিশ ।
যাদবপুর স্টেশন সংলগ্ন 127 নম্বর উপেন্দ্র বিশ্বাস সরণির উলটো দিকে মঙ্গলবার রাতে পাঁচটি কুকুরছানাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পার্থ ঘোষ । স্বঘোষিত পশুপ্রেমী না হলেও, দৃশ্যটি দেখে স্থির থাকতে পারেননি তিনি । জানান, উকিলের পরামর্শ নিয়ে গতকাল তিনি পৌঁছে যান যাদবপুর থানায় । দায়ের করেন অভিযোগ । ETV ভারতকে পার্থ বলেন, "কিভাবে মারা হয়েছে জানি না । তবে আমার ধারণা খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে পাঁচটি কুকুরছানাকে । দেখে মনটা কেঁদে উঠেছিল । এটা গুরুতর অন্যায় । এই ঘটনার বিচার চাই আমি ।"
বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন পার্থ । তারপরই পশুপ্রেমীরা ঘটনাটি নিয়ে ক্ষোভ উগরে দেন । ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ । তদন্তকারী অফিসার আর এস নস্কর ঘটনাস্থানের CCTV ফুটেজ খতিয়ে দেখছেন।