পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Embarks for Manipur: হেলিকপ্টার নিয়ে অনিশ্চয়তা, মণিপুরে রওনা তৃণমূলের পাঁচ প্রতিনিধির

অশান্ত মণিপুর ৷ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল আজ সেখানে গেল ৷ তার আগে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব জানালেন, উত্তর-পূর্বের পাহাড়ি এলাকায় পৌঁছতে হেলিকপ্টার অবশ্য প্রয়োজন ৷ এ বিষয়ে সবুজ সংকেত দেয়নি মণিপুর সরকার ৷

ETV Bharat
মণিপুরে তৃণমূলের প্রতিনিধি দল

By

Published : Jul 19, 2023, 11:51 AM IST

Updated : Jul 19, 2023, 12:21 PM IST

মণিপুরের উদ্দেশ্যে রওনা দিল তৃণমূলের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

কলকাতা, 19 জুলাই: তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম রওনা দিল মণিপুরের উদ্দেশ্যে ৷ বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে এলেন, রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, রাজ্যসভার সাংসদ দোলা সেন, বিদায়ী সাংসদ সুস্মিতা দেব, লোকসভার দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষদস্তিদার ৷ মণিপুর ঘুরে সেখানকার পরিস্থিতি নিয়ে আসন্ন বাদল অধিবেশনে উত্থাপন করবে তৃণমূল ৷ আগামিকালই সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৷

বিমানবন্দরে সুস্মিতা দেব সাংবাদিকদের জানান, দলের পক্ষ থেকে মণিপুর সরকারের কাছে হেলিকপ্টারের জন্য আবেদন করা হয়েছে ৷ যদিও হেলিকপ্টার ছাড়া পাহাড়ে আদিবাসী জনজাতির কাছে পৌঁছনো সম্ভব নয় ৷ হেলিকপ্টার পাওয়া যাবে কি না, তা তখনও পর্যন্ত নিশ্চিত করেনি মণিপুর সরকার ৷ সরকারের থেকে তা না-পাওয়া গেলে দলই হেলিকপ্টারের খরচ বহন করবে ৷ তবে তিনি আশা করছেন, তৃণমূলের এই প্রতিনিধি দলের সঙ্গে সবরকম সহযোগিতা করবে উত্তর-পূর্বের রাজ্য প্রশাসন ৷

আরও পড়ুন: হিংসাত্মক মণিপুরে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, নেতৃত্ব ডেরেক

রাজ্যসভার বিদায়ী সাংসদ সুস্মিতা দেব বলেন, "তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই মণিপুর যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছিলেন ৷ কিন্তু মন্ত্রক শুধুমাত্র চিঠি পাওয়ার জবাবটুকু দিয়েছে ৷ মণিপুরে যাওয়া নিয়ে কোনও জবাব দেয়নি ৷ তাই মুখ্য়মন্ত্রী যেতে পারেননি ৷" তাঁর ইচ্ছা অনুসারে সুস্মিতা দেব-সহ বাকিরা মণিপুরের পরিস্থিতি নিজেদের চোখে খতিয়ে দেখতে যাচ্ছেন ৷

তিনি একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন সামাজিক মাধ্যমে ৷ সেখানে সুস্মিতা দেব জানান, মণিপুরে মানুষের জীবন সংকটে ৷ সেখানে প্রতিটি আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে দেখা করবে এই পাঁচ সদস্যের প্রতিনিধি দল ৷ মণিপুরে শান্তি ফেরানোই তাঁদের একমাত্র উদ্দেশ্য ৷

তিনি আরও জানান, পাহাড়ে যেতে গেলে হেলিকপ্টারের প্রয়োজন ৷ সুস্মিতা দেব আশা করেন, উত্তরপ্রদেশের লখিমপুরে তৃণমূলের প্রতিনিধি দল গেলেও তাদের সেখানে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ সেখানে 144 ধারা জারি করে তাদের আটকে দেওয়া হয়েছিল ৷ মণিপুরের ক্ষেত্রে তা হবে না ৷

আরও পড়ুন: ফের অশান্ত মণিপুর ! ইম্ফলে বাড়িতে ঢুকে মহিলাকে গুলি করে খুন

মণিপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে এই প্রতিনিধি দল যোগাযোগ করেছে ৷ ফ্যাক্ট ফাইন্ডিং দলটি উপত্যকা ও পাহাড়ে বিভিন্ন জায়গায় যাবে ৷ ত্রাণশিবিরে গিয়ে ঘরছাড়া মানুষের সঙ্গে দেখা করবেন নেতা-নেত্রীরা ৷ পরিস্থিতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই রিপোর্ট দেবেন ৷ পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এই রিপোর্ট দেওয়া হবে ৷

Last Updated : Jul 19, 2023, 12:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details