পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Team in WB: পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস! রাজ্যে আসছে বিজেপির নয়া প্রতিনিধি দল - Panchayat Elections 2023

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয় 8 জুন ৷ এরপর দিন থেকেই মনোনয়নপত্র জমা দিতে গিয়ে প্রার্থীরা হামলার মুখে পড়েন ৷ তারপর থেকে হিংসার ঘটনা ঘটেই চলেছে ৷ এর জন্য তৃণমূলকে দায়ী করেছে বিজেপি ৷ এমনই আবহে আবারও আসছে বিজেপির নয়া প্রতিনিধি দল ৷

ETV Bharat
BJP

By

Published : Jul 21, 2023, 7:04 AM IST

কলকাতা, 21 জুলাই: ফের রাজ্যে আসছে বিজেপির প্রতিনিধি দল ৷ এবার বিজেপির তফশিলি জাতির অন্তর্ভুক্ত পাঁচ সাংসদের একটি প্রতিনিধি দল আসছে রাজ্যে ৷ সূত্রের খবর, এই দলে থাকছেন- বিনোদ সোনকর, সুরেশ কাশ্যপ, এস মুনিশ্বয়ামি, মনোজ রজোরিয়া এবং বিনোদ ছাবরা ৷ দলের আহ্বায়ক বিনোদ সোনকর ৷ তিনি উত্তরপ্রদেশের কৌশাম্বি লোকসভা কেন্দ্রের সাংসদ ৷

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটে ৷ পঞ্চায়েত নির্বাচনের দিন এবং তারপরেও এই ধরনের ঘটনা ঘটে চলেছে ৷ এর তদন্তে বিজেপি রাজ্যে পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল ৷ কমিটির নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ ৷

এছাড়া সম্প্রতি রাজ্যে এসেছিলেন 5 মহিলা সাংসদের এক প্রতিনিধিদল ৷ পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে পুরুষদের পাশাপাশি আক্রান্ত হয়েছেন মহিলারাও ৷ সেই বিষয়ে তদন্ত করতেই রাজ্যে এসেছিল মহিলা সাংসদরা ৷ তাঁরা বিজেপি সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিয়েছেন ৷ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পঞ্চায়েত ভোটে আক্রান্তদের সঙ্গে দেখা করেছেন ৷ ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ অভিযোগ, বহু বিজেপি কর্মী-সমর্থক এখনও নিজের বাড়ি ফিরতে পারেননি ৷ গ্রাম ছেড়ে বহু কর্মী প্রতিবেশী রাজ্যগুলিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ৷ বাংলা ছেড়ে অনেকে অসমে গিয়েছেন বলে দাবি করেছেন খোদ সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

আরও পড়ুন: বিজেপির কর্মসূচি আটকাতে বিডিও অফিস গুলিতে জারি 144 ধারা

শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস, লুঠ, ভোটে কারচুপির মতো অভিযোগ এনেছে বিজেপি ৷ তার প্রতিবাদে রাস্তায় নেমেছিল গেরুয়া শিবির ৷ 19 জুলাই বিজেপি কলকাতায় মহামিছিল করে ৷ সেখান থেকে রাজ্য বিজেপি সভাপতি বার্তা দেন, 21 জুলাই প্রতিটি জেলায় বিডিও অফিস ঘেরাও করা হবে ৷ এদিকে আজ তৃণমূলের শহিদ দিবস ৷ রাজ্যজুড়ে পালিত হবে এই দিবস ৷ এই পরিস্থিতিতে কোনও রকম অপ্রীতিকর অবস্থা এড়াতে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ রাজ্যের বিভিন্ন জেলার বিডিও অফিসে 144 ধারা জারি করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details