পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজোয় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু 5 চিকিৎসকের - কোরোনা আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

আজ কোরোনায় আক্রান্ত হয়ে দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে । এই নিয়ে দুর্গাপুজোয় মোট পাঁচ চিকিৎসকের মৃত্যু হল ।

kolkata
দুর্গাপুজোয় মোট 5জন চিকিৎসকের মৃত্যু

By

Published : Oct 27, 2020, 8:01 PM IST

কলকাতা, 27 অক্টোবর : দশমী পার হতেই এরাজ্যে কোরোনায় আক্রান্ত হয়ে আরও দুই চিকিৎসকের মৃত্যু হল । এনিয়ে দুর্গাপুজোর সময় কোরোনায় আক্রান্ত হয়ে মোট পাঁচ চিকিৎসকের মৃত্যু হল । এখনও রাজ্যে মোট 64 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ।

পুজোর জনসমাগম নিয়ন্ত্রণের জন্য সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল । কলকাতা হাইকোর্টও একাধিক নির্দেশে দিয়েছিল । তবে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের অভিযোগ, এরপরও বিভিন্ন ক্ষেত্রে জনসমাগম হয়েছে । স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও হয়েছে অবহেলা ।

উৎসব শেষে এখন একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই । চলছে বিজয়ার শুভেচ্ছা বিনিময় । আর এরই মধ্যে কোরোনায় আক্রান্ত হয়ে পাঁচ চিকিৎসকের মৃত্যু হয়েছে রাজ‍্যে । তাঁদের মধ্যে দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে দশমীর পর দিন অর্থাৎ আজ ।

চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, বেহালার বাসিন্দা 65 বছর বয়সি এক চিকিৎসকের চিকিৎসা চলছিল কলকাতা মেডিকেলে । CCU-তে ভরতি ছিলেন বেহালার ওই বাসিন্দা । আজ তাঁর মৃত্যু হয় ।

মেদিনীপুরের বাসিন্দা 50 বছরের আরও এক চিকিৎসক সিউড়ি জেলা সদর হাসপাতালে কর্মরত ছিলেন । তাঁকে প্রথমে বোলপুরের একটি হাসপাতালে ভরতি করা হয়েছিল । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতা মেডিকেলে স্থানান্তরিত করা হয় । মানসিক সমস্যার কারণে কয়েকদিন আগে তাঁকে বাড়িতে নিয়ে যান পরিজনরা । সেখানেই তাঁর চিকিৎসা চলছিল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী । গতরাতে আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । আজ সকালে তাঁর মৃত্যু হয় ।

চিকিৎসকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, এছাড়া আরও যে তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে একজন বর্ধমানের মেমারির বাসিন্দা । 80 বছরের এক চিকিৎসকেরও মৃত্যু হয়েছে । তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক । ESI-এর প্রাক্তন অ্যাডমিনিস্ট্রেটিভ মেডিকেল অফিসারের (65) মৃত্যু হয়েছে কোরোনায় আক্রান্ত হয়ে ।

ABOUT THE AUTHOR

...view details