কলকাতা, 21 মার্চ: বিএসএফের তৎপরতায় ভেস্তে গেল মাছের ডিম পাচার (Fish Spawn Smuggling has been Stopped by BSF)৷ প্রায় সাড়ে 3 লক্ষ টাকার মাছের ডিম পাচারে আগেই উদ্ধার হয়েছে ৷ মঙ্গলবার উত্তর 24 পরগনার বাগদা থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে 23টি প্লাস্টিকের ব্যাগ-সহ এক চোরাচালানকারীকে আটক করেছে বিএসএফ । বাজেয়াপ্ত হওয়া মাছের ডিম ও ধৃত সুকান্ত দলপতিকে বাগদা থানায় হস্তান্তর করেছে বিএসএফ । দক্ষিণবঙ্গ সীমান্তের 68 ব্যাটালিয়নের সীমা চৌকির জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাছের ডিম শুদ্ধ 23টি প্লাস্টিকের ব্যাগ-সহ এক চোরাচালানকারীকে আটক করেছে । উদ্ধার হওয়া মাছের ডিমের বাজার মূল্য 3 লক্ষ 45 হাজার টাকা ৷ অভিযুক্ত উত্তর 24 পরগনা এলাকার বাসিন্দা ।
সোমবার রাতে ডিউটিতে থাকা জওয়ানরা নাইট ভিশন ডিভাইস (এনভিডি) থেকে দেখতে পান যে 10-12 জন চোরা পাচারকারী আন্তর্জাতিক সীমান্তের দিকে যাচ্ছে । অপরদিকে বাংলাদেশ থেকেও কিছু পাচারকারী ভারতীয় সীমান্তের দিকে এগিয়ে আসছে । জওয়ানরা তৎক্ষণাৎ তাদের ধাওয়া করেন । চোরাকারবারীরা জিনিসপত্র সেখানেই ফেলে রেখে ঘন অন্ধকারের মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ যদিও বিএসফ জওয়ানরা ঘটনাস্থল থেকে সুকান্ত দলপতি নামে এক পাচারকারীকে আটক করে বিএসএফ । এলাকায় তল্লাশি চালিয়ে ওই মাছের ডিমের প্যাকেট উদ্ধার করা হয় ।