পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এ মাসেই চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো

সব ঠিক থাকলে এই মাসেই শুরু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা । KMRCL সূত্রে খবর, তিন দিনের ট্রায়াল রান যদি কোনওরকম যান্ত্রিক সমস্যা বা অন্যান্য কোনও ধরনের ত্রুটি ছাড়াই সফল হয় তাহলে এই মাসেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত অংশটির উদ্বোধন করা হবে ।

ফাইল ফোটো

By

Published : Oct 15, 2019, 11:35 PM IST

Updated : Oct 16, 2019, 4:11 AM IST


কলকাতা, 15 অক্টোবর : শুরু হল পরবর্তী ধাপের ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরীক্ষামূলক চলাচল । সব ঠিক থাকলে এই মাসেই শুরু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা । মেট্রো সূত্রে খবর, এই পরীক্ষামূলক চলাচল বা ট্রায়াল রানটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ । কারণ, এই পরীক্ষামূলক চলাচলের উপরই নির্ভর করবে পরিষেবা চালুর বিষয়টি ।

KMRCL সূত্রে খবর, তিন দিনের ট্রায়াল রানটি যদি কোনওরকম যান্ত্রিক সমস্যা বা অন্যান্য কোনও ধরনের ত্রুটি ছাড়াই সফল হয় । তাহলে এই মাসেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত অংশটির উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছিল আগেই । মনে করা হচ্ছে, সব ঠিকঠাক থাকলে এবছরেই শহরে চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের পরিষেবা ।

এই পরীক্ষামূলক চলাচলটি আজ শুরু হয়েছে । চলবে বৃহস্পতিবার পর্যন্ত । প্রতিদিন বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে এই পরীক্ষা । আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বুঝি চালু হয়ে গেছে কারণ সিগন্যালিং ব্যবস্থা, ঘোষণা, বোর্ডে টাইমটেবিল, স্টেশনে ঝুলন্ত বড় ঘড়ি, সক্রিয় টিকিট কাউন্টার, মেটাল ডিটেক্টর, লাগেজ স্ক্যানার মেশিন, টিকিট পাঞ্চিং মেশিন এই সবকিছুই চালু করে দেখে নেওয়ার কাজ চলছে । কারণ পরিষেবা চালু করার আগে সমস্ত বিষয়গুলিকে আরেকবার পরীক্ষা করে দেখে নিতে চায় কর্তৃপক্ষ ।

এই পর্যায়ের ট্রায়ালে মোট পাঁচটি রেক চালানো হচ্ছে । প্রতিটি দফায় চলছে তিনটি করে রেক । সবমিলিয়ে দুটি অতিরিক্ত রেক রাখা হয়েছে । এইভাবে পাঁচটি রেককেই সামনের তিনদিন দৌড় করানো হবে । 20 মিনিট অন্তর এক প্রান্ত থেকে একটি করে ট্রেন ছাড়বে । সল্টলেক স্টেডিয়াম থেকে একটি যাবে সেক্টর ফাইভের দিকে এবং সেক্টর ফাইভ থেকে অপর ট্রেনটি আসবে সল্টলেক স্টেডিয়ামের দিকে । ঠিক 12টার সময় দুই প্রান্তের স্টেশন থেকে একটি করে ট্রেন ছাড়া হবে । এক প্রান্তের ট্রেন অন্য প্রান্তে পৌঁছতে মোট সময় লাগবে 12 মিনিট । পৌঁছানোর 8 মিনিট পর আবার যে যার জায়গায় ফিরে আসবে । এইভাবে বিকেল 4টা পর্যন্ত দফায় দফায় পরীক্ষা হতে থাকবে ।

Last Updated : Oct 16, 2019, 4:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details