পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Monkeypox: দেশে প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত রোগী, উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক

বিদেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। এবার দেশেও খোঁজ পাওয়া গেল মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর (First Monkeypox Case in India)৷ আর সেজন্যই এবার বিদেশ ফেরত যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবার রাজ্যগুলিকে মাঙ্কিপক্সের উপর নজরদারি বাড়াতে বলেছে মন্ত্রক।

Monkeypox
দেশে প্রথম মিলল মাঙ্কিপক্স আক্রান্ত রোগী

By

Published : Jul 14, 2022, 10:23 PM IST

কলকাতা, 14 জুলাই: মাঙ্কিপক্স বিশ্বের অনেক দেশেই ছড়িয়েছে। এদিন সন্ধ্যায় দেশে প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর সন্ধান মিলতেই উদ্বেগ প্রকাশ করে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ (First Monkeypox Case in India)৷

চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন, যে সন্দেহভাজন সংক্রমণ দ্রুত শনাক্ত এবং বিচ্ছিন্ন করার জন্য সমস্ত প্রবেশ পথে কঠোর নজরদারি ব্যবস্থা থাকা উচিত। মাঙ্কিপক্সের বিস্তার ক্রমাগত বাড়ছে। তাই ভারতেও এই নিয়ে প্রস্তুতি এবং প্রয়োজনীয় জনস্বাস্থ্য পরিষেবাগুলিকে শক্তিশালী এবং কার্যকর করার প্রয়োজন রয়েছে। জানা গিয়েছে মাঙ্কিপক্স আক্রান্ত ওই ব্যক্তি তিনদিন আগে সংযুক্ত আরব আমিরশাহী থেকে কেরলে পৌঁছেছেন।

কেন্দ্রের তরফ থেকে পাঠানো চিঠিতে আরও বলা হয়েছে যে, রাজ্যে প্রবেশের পয়েন্টগুলিতে স্ক্রিনিং দল, নজরদারি দল এবং ডাক্তারদের মোতায়েন করতে হবে। তাঁদের থেকে প্রতিনিয়ত রিপোর্ট নিতে হবে। যাতে সন্দেহভাজন সম্ভাব্যের সংক্রমণ শনাক্ত করে আলাদা করা যায়। রাজ্যগুলিকে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন দ্বারা চিহ্নিত এলাকাগুলিতে স্ক্রিনিং ও টেস্ট করতেও বলেছে কেন্দ্র।

প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর সন্ধান মিলতেই উদ্বেগ প্রকাশ করে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠালেন রাজেশ ভূষণ

রাজেশ ভূষণ চিঠিতে আরও উল্লেখ করেন, রোগীকে পর্যবেক্ষণ করা, সহায়ক থেরাপি, অবিরত পর্যবেক্ষণ এবং সময়মতো চিকিৎসার ব্যবস্থা করতে হবে।পাশাপাশি তিনি যোগ করেছেন, হাসপাতালগুলিকে চিহ্নিত করতে হবে এবং মাঙ্কিপক্সের সন্দেহভাজন সংক্রমণের চিকিৎসার জন্য চিহ্নিত হাসপাতালগুলিতে পর্যাপ্ত মানবসম্পদ এবং লজিস্টিক সহায়তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন:রাজ্যে মাঙ্কিপক্স সন্দেহে এক, নমুনা পরীক্ষা পুনেতে

বর্তমানে আমাদের দেশের মাঙ্কিপক্স আক্রান্তের হদিশও মিলেছে। উল্লেখ্য, সদ্য একজনের নমুনা পাঠানো হয়েছে পুনের ন্যাশনাল অফ ভাইরোলজি ইনস্টিটিউশনে। তাঁর শরীরে মাঙ্কিপক্সের লক্ষ্মণ দেখা গিয়েছে। এদিন সন্ধ্যাতেই তার ফল জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details