কলকাতা, 12 এপ্রিল:উন্মাদনা ছিলই ৷ ছিল উৎকণ্ঠা ৷ অবশেষে ইতিহাস রচনা করল কলকাতা মেট্রো ৷ গঙ্গার নীচের 500 মিটারের সুড়ঙ্গ দিয়ে ছুটল মেট্রো রেল ৷ জলপথের পাশাপাশি এ পারের সঙ্গে মেট্রো রেলপথে জুড়ে গেল গঙ্গার ও পার ৷ মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি নিজে কলকাতা থেকে সেই মেট্রোয় সওয়ার হয়ে পৌঁছলেন হাওড়া ময়দান স্টেশনে ৷ তিনি জানিয়েছেন, কলকাতা এবং হাওড়াকে যুক্ত করল ইস্ট-ওয়েস্ট মেট্রো ৷ এটি দেশের একমাত্র মেট্রো যেটি নদীর নীচ দিয়ে দুটি পারকে যুক্ত করল ৷
জানা গিয়েছে, বুধবার মেট্রোর একটি রেক গঙ্গার নীচের সুড়ঙ্গপথ ধরে কলকাতা থেকে হাওড়া গিয়েছে ৷ আপাতত সেটি সেখানেই থাকবে ৷ এরপর শুরু হবে ট্রায়াল রান ৷ কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এবং কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের অন্যান্য আধিকারিকরা আজ মহাকরণ থেকে হাওড়া ময়দান পর্যন্ত যান । এমআর-612 রেককে আজ ঐতিহাসিক সফরের জন্য ব্যবহার করা হয় ।
ঘড়ির কাঁটায় তখন ঠিক বেলা 11:55 ৷ তখন এই রেকটি গঙ্গা পার করে । এরপরে আধিকারিকরা হাওড়া স্টেশনে গিয়ে পুজো দেন । সফর শেষে রেকটিকে হাওড়া ময়দান স্টেশনে নিয়ে যাওয়া হয় । যদিও কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে যে, এটি পরীক্ষামূলক সফর নয় । দ্রুত শুরু হবে ট্রায়াল রান ৷ আগামী সাত মাস ট্রায়াল রান চলবে । ওই সময় সমস্ত নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের দিক ও অন্যান্য প্রয়োজনীয় দিকগুলি খতিয়ে দেখে তবেই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে ।