কলকাতা, 3 অক্টোবর: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই চালু হয়ে যেতে পারে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের পরিষেবা । অন্তত সেই লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে ভারতীয় রেল বোর্ড । ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেই প্রোটোটাইপ ট্রেনের কিছু ছবি । যদিও রেল মন্ত্রকের তরফে এই বিষয় এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি । তবে ছবিতে একেবারে ঝাঁ চকচকে স্মার্ট লুক স্লিপার বন্দে ভারতের । যা একটি বিলাসবহুল হোটেল রুমের চেয়ে কিছু অংশে কম নয় । অন্তত তেমনটাই দেখা যাচ্ছে ছবিতে ।
রেল সূত্রে জানা গিয়েছে যে এই বছরের ডিসেম্বর মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে স্লিপার বন্দে ভারতের প্রোটোটাইপ । যার নকশাও চূড়ান্ত হয়ে গিয়েছে । এই আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে একাধিক পরিবর্তন করার পরেই চূড়ান্ত করা হয়েছে নকশা । অর্থাৎ যাত্রী নিরাপত্তা থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ্যের সঙ্গে কোনোরকম আপোষ করতে চায় না রেলমন্ত্রক । চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি আইসিএফ ও ভারত আর্থ মুভার্স লিমিটেড বা বিইএমএল-এর যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই নয়া নকশা ।
রেল সূত্রে আরও জানা গিয়েছে, এই স্লিপার বন্দে ভারতে এতে 857টি বার্থ থাকবে । স্লিপার বন্দে ভারতে যাত্রীদের জন্য থাকবে মোট 823টি বার্থ । ট্রেনের কর্মীদের জন্য থাকবে 34টি বার্থ । প্রতিটি কোচে চারটির পরিবর্তে তিনটি করে শৌচালয় থাকবে । এছাড়াও প্রতিটি কোচে থাকবে একটি মিনি প্যান্ট্রি । এই ট্রেন তৈরি করছে আইসিএফ । আগামী বছরের মার্চ মাসের মধ্যেই একেবারে প্রস্তুত হয়ে যাবে প্রথম ট্রেনটি ।