কলকাতা, 25 মার্চ : পূর্ব ভারতে প্রথম কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হল কলকাতায় । চলতি সপ্তাহের সোমবার মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে 54 বছর বয়সি এক ব্যক্তির শরীরে এই কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়েছে । রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ছত্তিশগড়ের বাসিন্দা । তাঁর শরীরে রক্ত সঞ্চালনের ক্ষমতা কমে গিয়েছিল । যার জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । এ ক্ষেত্রে দ্রুত তাঁর হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দেয় । কিন্তু, দ্রুত হৃদযন্ত্র পাওয়া সম্ভব নয় । যে কারণে, রোগীকে বাঁচানোর আশা কার্যত ছেড়েই দিয়েছিলেন পরিজনরা । অবশেষে, কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিন মাস আগে ওই রোগীর হার্ট অ্যাটাক হয়েছিল । এর ফলে তাঁর হৃদযন্ত্রের স্বাভাবিক কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে যায় । এক্ষেত্রে হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দেয় । সোমবার রোগীর শরীরে কৃত্রিম হৃদযন্ত্র অর্থাৎ, লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস (LVAD) প্রতিস্থাপন করা হয়েছে । প্রক্রিয়াটি সম্পন্ন করতে ঘণ্টা চারেক সময় লাগে । পূর্ব ভারতে এই ধরনের ঘটনা এই প্রথম ।