কলকাতা, 15 ডিসেম্বর:রাজ্য সরকারি চিকিৎসা পরিষেবার (State Government Health Service) আওতায় এবার থেকে মিলবে নতুন সুবিধা ৷ সৌজন্যে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের (Calcutta School Of Tropical Medicine) নয়া জিনোম সিকোয়েন্স ল্যাবরেটরি (Genome Sequence Laboratory) ৷ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের অধীনস্ত ইনসাকগের (INSACOG) অনুমোদন পেলেই এই ল্যাবরেটরি থেকে পরিষেবা পাওয়া যাবে ৷
সংশ্লিষ্ট মহল বলছে, নয়া ল্যাবরেটরিটি পুরোদমে কাজ শুরু করলে সংশ্লিষ্ট পরীক্ষাগুলির জন্য আর শুধুমাত্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা কেন্দ্রীয় সরকারের অধীনস্ত কল্যাণী জিনোম সিকোয়েন্স ল্যাবের নির্ভর করতে হবে না ৷ বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ও স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধান্ত নিয়োগীর উপস্থিতিতে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই গবেষণাগারের উদ্বোধন করা হয় ৷ প্রসঙ্গত, এর আগে রাজ্যের নিজস্ব কোনও জিনোম সিকোয়েন্স ল্যাবরেটরি ছিল না ৷ উল্লেখ্য, যেকোনও জীবের বংশগতি সংক্রান্ত সমস্ত তথ্য জিনোম সিকোয়েন্সের মাধ্যমেই জানা যায় ৷ ডিএনএ এবং রক্তজনিত বিভিন্ন অসুখ নির্ণয় করা জন্যও এই পরীক্ষা করা হয় ৷ করোনাকালে এর চাহিদা ছিল ব্যাপক ৷ বিশেষ করে ওমিক্রনের সময় চিকিৎসকরা জিনোম সিকোয়েন্স পরীক্ষার উপর জোর দেন ৷ সেই সময় পরীক্ষার রিপোর্ট পেতে অনেক সময় লেগে যেত ৷ আশা করা হচ্ছে, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে নয়া জিনোম সিকোয়েন্স ল্যাবরেটরি খোলায় এই ধরনের সমস্যা অনেকটাই মিটবে ৷
আরও পড়ুন:নেই পর্যাপ্ত জায়গা, 48 নম্বর ওয়ার্ডে এক চিলতে ঘরে পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্র