কলকাতায় প্রথম কোরোনা আক্রান্তের খোঁজ - coronavirus condition overview
![কলকাতায় প্রথম কোরোনা আক্রান্তের খোঁজ ছবিটি প্রতীকী](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6446266-thumbnail-3x2-corona.jpg)
21:59 March 17
কলকাতায় খোঁজ মিলল প্রথম কোরোনা আক্রান্তের ৷
কলকাতা, 17 মার্চ : কলকাতায় খোঁজ মিলল প্রথম কোরোনা আক্রান্তের ৷ 18 বছর বয়সি ওই যুবককে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "ইংল্যান্ড থেকে 18 বছরের ওই যুবক ফিরেছিলেন ৷ 15 মার্চ তিনি কলকাতা আসেন ৷ তখন তাঁর শরীরে কোনও উপসর্গ দেখা দেয়নি ৷ পরে উপসর্গগুলি দেখা যায় ৷"
তিনি আরও বলেন, "আজ সকালে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয় ৷ আজ রাতেই তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ ওই যুবকের বাড়ির সদস্যদের রাজারহাটে কোয়ারেন্টাইন সেন্টারে রাখছি ৷"