পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় প্রথম কোরোনা আক্রান্তের খোঁজ - coronavirus condition overview

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Mar 17, 2020, 10:01 PM IST

Updated : Mar 17, 2020, 10:45 PM IST

21:59 March 17

কলকাতায় খোঁজ মিলল প্রথম কোরোনা আক্রান্তের ৷

কলকাতা, 17 মার্চ : কলকাতায় খোঁজ মিলল প্রথম কোরোনা আক্রান্তের ৷ 18 বছর বয়সি ওই যুবককে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷  

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "ইংল্যান্ড থেকে 18 বছরের ওই যুবক ফিরেছিলেন ৷ 15 মার্চ তিনি কলকাতা আসেন ৷ তখন তাঁর শরীরে কোনও উপসর্গ দেখা দেয়নি ৷ পরে উপসর্গগুলি দেখা যায় ৷"

তিনি আরও বলেন, "আজ সকালে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয় ৷ আজ রাতেই তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ ওই যুবকের বাড়ির সদস্যদের রাজারহাটে কোয়ারেন্টাইন সেন্টারে রাখছি ৷"

Last Updated : Mar 17, 2020, 10:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details