কলকাতা, 12জানুয়ারি : প্রস্তুতি সম্পূর্ণ । এখন টিকাকরণ শুরু হওয়ার অপেক্ষা । আর আজ দুপুরেই রাজ্যে আসতে চলেছে কোরোনার ভ্যাকসিন ।
আজ দুপুরেই কলকাতায় কোভিশিল্ড - Covishield in Kolkata
কলকাতা বিমানবন্দরে আসার পর সেখান থেকে এই ভ্যাকসিন প্রাথমিকভাবে বাগবাজারে স্বাস্থ্য দপ্তরের স্টোরে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে । এর পর এই স্টোর থেকে বিভিন্ন জেলায় পাঠানো হবে ভ্যাকসিন ।
16 জানুয়ারি থেকে দেশে শুরু হতে চলেছে জরুরি ভিত্তিতে কোরোনার টিকাকরণ । এর জন্য স্বাস্থ্য দপ্তরও প্রস্তুত। তবে এরাজ্যে কবে ভ্যাকসিন এসে পৌঁছাবে, এই বিষয়ে গতকাল সন্ধ্যার পরও নিশ্চিত করে কিছু বলতে পারছিল না স্বাস্থ্য দপ্তর । আশা করা হচ্ছিল, আজ না হলে আগামীকাল রাজ্যে আসতে পারে ভ্যাকসিন । রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীও জানিয়েছিলেন, দুই-তিন দিনের মধ্যে এ রাজ্যে কোরোনার ভ্যাকসিন এসে পৌঁছাবে বলে আশা করছেন তাঁরা ।
অবশেষে সোমবার মধ্যরাতে স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, এরাজ্যের জন্য আজ দুপুরে পুনে থেকে ভ্যাকসিন পাঠানো হবে বলে তাঁরা জানতে পেরেছেন । এই পরিকল্পনা অনুযায়ী, আজ দুপুরের পর বিমানে কলকাতায় ভ্যাকসিন এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে । আজ প্রথম দফায় সাড়ে 10 লাখ ডোজ়ের ভ্যাকসিন এরাজ্যে আসতে পারে । কলকাতা বিমানবন্দরে আসার পর সেখান থেকে এই ভ্যাকসিন প্রাথমিকভাবে বাগবাজারে অবস্থিত স্বাস্থ্য দপ্তরের স্টোরে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে । এরপর এই স্টোর থেকে বিভিন্ন জেলার জন্য পাঠানো হবে ভ্যাকসিন । এর জন্য প্রস্তুতি সম্পূর্ণ বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর ।
আরও পড়ুন : সিরাম ইনস্টিটিউট থেকে বেরোল কোভিশিল্ড, রাজ্যে আসছে সাড়ে 10 লাখ শিশি
প্রথম দফায় ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মীরা । এর পরের দফায় পঞ্চাশোর্ধ্ব যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁরা ভ্যাকসিন পাবেন । জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কোভিশিল্ড এবং কোভ্যাকসিন এই দুই ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র ।