কলকাতা, 13 জুন : 12 ঘণ্টার মধ্যে ফের বেহালার হরিদেবপুরে চলল গুলি ৷ দুপুর দেড়টা নাগাদ বেশকিছু দুষ্কৃতী বাইক নিয়ে হরিদেবপুর মুচিপাড়ার বাজারে এসে ঢুকে কয়েকজন দোকানদারকে মারধর করে ৷ তারপর দু'রাউন্ড ফায়ার করে এখান থেকে চলে যায় ৷ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী ৷ স্থানীয়দের দাবি, গুলি চালিয়েছে ভাস্কর সেন বলে এক কুখ্যাত দুষ্কৃতী ৷ ওই দুষ্কৃতী তৃণমূলের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ৷
পুলিশের প্রাথমিক অনুমান সিন্ডিকেট ও এলাকা দখলকে ঘিরে এই গন্ডগোল ৷ গতকাল রাতে বেহালার শিশিরবাগানে গুলি চালানাের ঘটনা ঘটে ৷ আজ প্রকাশ্য দিবালোকে বেহালার মুচিপাড়ায় একই ঘটনা ঘটে ৷ যদিও কোনও হতাহতের খবর নেই ৷ পরপর এমন গুলি চালানোর ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা ৷ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷ স্থানীয়দের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে ৷