কলকাতা, ৩ এপ্রিল : "মোদি বাংলার অতিথি হিসেবে আসছেন। আবার ফেরত চলে যাবেন। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানুষ ভোট দেবেন।" নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করে একথা বললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।
তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনে থাকেন। একদিনে সভা করে হয় না। প্রতিদিন মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। মানুষের পাশে থাকতে হয়। একদিন মোদি সাহেব হেলিকপ্টারে এলেন। সভা করলেন। ভাবলেন মানুষ আমাকে দেখে ভোট দেবে তাহলে সেটা হয় না। এভাবে ভোট পাওয়া যায় না।"
ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য আজই কলকাতা ও শিলিগুড়িতে সভা করবেন নরেন্দ্র মোদি। দিনহাটায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, "BJP একটি সর্বভারতীয় দল। দলকে টিকেয়ে রাখার জন্য তিনি আসছেন। নরেন্দ্র মোদি ভালো করেই জানেন দেশে বা বাংলায় ওনার পায়ের তলায় মাটি নেই। দেশে ও বাংলার জন্য কিছু করতে পারেননি। বাংলার কৃষকদের জন্য উনি কিছুই করেননি। বরং নোটবন্দীর ফলে দেশের ও বাংলার বহু মানুষের চাকরি চলে গেছে। বাংলার কৃষকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। গ্রামে গ্রামে আজ সরকারি প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। "
তিনি আরও বলেন, "মোদির সভা উপর নিশ্চয়ই নির্বাচন কমিশনের নজর থাকবে। নির্বাচন কমিশন যে বিধি নিষেধ করেছে তা কতটা পালন হচ্ছে তা অবশ্যই লক্ষ্য করবে।"