পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC cleaning department: কলকাতা পৌরনিগমের সাফাই বিভাগে বিপুল শূন্যপদ, বিরোধীদের প্রশ্নে রাজনীতি দেখছেন ফিরহাদ - কলকাতা পৌর নিগমের সাফাই বিভাগে শূন্যপদ

কলকাতা পৌরনিগমের সাফাই বিভাগে বিপুল সংখ্য়ক শূন্যপদ নিয়ে প্রশ্ন তুললেন সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব (KMC cleaning department vacancies) ৷ পাল্টা উত্তর দিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷

Kolkata Municipal Corporation
কলকাতা পৌর নিগম

By

Published : Apr 25, 2022, 11:47 AM IST

কলকাতা, 25 এপ্রিল:কলকাতা পৌরনিগমের বিপুল শূন্যপদ নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে । ইতিমধ্যেই বিভিন্ন বিরোধী দল বিষয়টি নিয়ে সরব হয়েছে (KMC cleaning department vacancies) । সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব প্রশ্ন তোলেন কলকাতা পৌর নিগমের 144টি ওয়ার্ডের সকল বিভাগের স্থায়ী শূন্যপদের সংখ্যা কত? এই শূন্য পদে লোক নেওয়া হচ্ছে না কেন? অভিজ্ঞতার ভিত্তিতে 100 দিনের কাজে ছেলেমেয়েদের এই বিভাগে নিযুক্ত করা যায় কিনা, যদি যায় তাহলে করা হচ্ছে না কেন? এবিষয়ে প্রশ্ন তোলেন মধুছন্দা ৷

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জঞ্জাল সাফাই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য দেবব্রত মজুমদার জানান, কলকাতা পৌরনিগমের জঞ্জাল সাফাই বিভাগের অনুমোদিত পদ আছে 1 থেকে 100 নম্বর ওয়ার্ডের জন্য । পরবর্তী সময় বাকি ওয়ার্ডগুলোর জন্য সেখানে নির্দিষ্ট অনুমোদিত পদ নেই । 100টি ওয়ার্ডে কলকাতা পৌরনিগমের জঞ্জাল সাফাই বিভাগের অনুমোদিত পদ 17 হাজার 151 জন । বর্তমানে মাত্র 7 হাজার 987 জন স্থায়ীপদে কর্মরত আছেন । অর্থাৎ তাঁর তথ্য অনুযায়ী কমবেশি স্থায়ী 10,000- এর কাছে শূন্যপদ রয়েছে। অন্যদিকে চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন 1747 জন । বেশ কিছু একশো দিনের কর্মী আছেন ।

আরও পড়ুন :সুকান্ত মজুমদারের বাড়িতেও পাওয়া যেতে পারে অস্ত্র, দাবি ফিরহাদের

তবে এই তথ্য সামনে আসতে সুর চড়িয়েছেন বামেরা । তাদের দাবি, একদিকে শহর কলকাতায় লক্ষাধিক ছেলেমেয়ে বেকারত্বের জ্বালায় দিন কাটাচ্ছেন । অন্যদিকে জঞ্জাল সাফাই বিভাগের লোকের অভাব । অল্পসংখ্যক কর্মী যাঁরা এখন কর্মরত, তাঁদের উপরে ব্যাপক চাপ পড়ছে । তার প্রভাব এলাকায় দীর্ঘসময় ধরে পড়ছে । আবর্জনা থেকে যাচ্ছে দীর্ঘ সময় । নাগরিকরা করের টাকা দেওয়ার পরেও সুস্থ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম বলেন, "এই সমস্ত প্রশ্ন আসলে রাজনীতি করার জন্যই করেছেন । এখন বহু ক্ষেত্রেই আধুনিকতার যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে । আগে 10 জন খাতা লেখার কাজ করতেন, এখন সেই দশজনের কাজ একজন কম্পিউটারে করে ফেলছেন । কোন বিভাগে কত লোক সংখ্যা প্রয়োজন একটি উপদেষ্টা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে । তারা গোটা বিষয়টি দেখে চূড়ান্ত করবে । যেখানে প্রয়োজন হয় সেখানে লোক নেওয়া হয় । আমরা সাফাই বিভাগে আধুনিক যন্ত্র এনে কাজ করাচ্ছি ।"

ABOUT THE AUTHOR

...view details