কলকাতা, 25 এপ্রিল:কলকাতা পৌরনিগমের বিপুল শূন্যপদ নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে । ইতিমধ্যেই বিভিন্ন বিরোধী দল বিষয়টি নিয়ে সরব হয়েছে (KMC cleaning department vacancies) । সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব প্রশ্ন তোলেন কলকাতা পৌর নিগমের 144টি ওয়ার্ডের সকল বিভাগের স্থায়ী শূন্যপদের সংখ্যা কত? এই শূন্য পদে লোক নেওয়া হচ্ছে না কেন? অভিজ্ঞতার ভিত্তিতে 100 দিনের কাজে ছেলেমেয়েদের এই বিভাগে নিযুক্ত করা যায় কিনা, যদি যায় তাহলে করা হচ্ছে না কেন? এবিষয়ে প্রশ্ন তোলেন মধুছন্দা ৷
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জঞ্জাল সাফাই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য দেবব্রত মজুমদার জানান, কলকাতা পৌরনিগমের জঞ্জাল সাফাই বিভাগের অনুমোদিত পদ আছে 1 থেকে 100 নম্বর ওয়ার্ডের জন্য । পরবর্তী সময় বাকি ওয়ার্ডগুলোর জন্য সেখানে নির্দিষ্ট অনুমোদিত পদ নেই । 100টি ওয়ার্ডে কলকাতা পৌরনিগমের জঞ্জাল সাফাই বিভাগের অনুমোদিত পদ 17 হাজার 151 জন । বর্তমানে মাত্র 7 হাজার 987 জন স্থায়ীপদে কর্মরত আছেন । অর্থাৎ তাঁর তথ্য অনুযায়ী কমবেশি স্থায়ী 10,000- এর কাছে শূন্যপদ রয়েছে। অন্যদিকে চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন 1747 জন । বেশ কিছু একশো দিনের কর্মী আছেন ।